সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাম্প্রতিক
শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেট উইমেন্স মেডিকেল ডে ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে কর্মসূচির উদ্বোধন করেন কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা কোম্পানি হলি সিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিংস লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম.এ. মতিন, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী, উইমেন্স মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ।

এছাড়া দেশ এবং প্রবাস থেকে আগত প্রতিষ্ঠাতা পরিচালকবৃন্দ-সহ কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকরতা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে ঝাঁকজমকপূর্ণ আনন্দ র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে মিলিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা একটি মহান পেশা এবং এখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্য জ্ঞান নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও সেবার মানসিকতায় গড়ে তোলা হয়।

বক্তারা আরো বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল মানুষকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিপুল সংখ্যক নারী চিকিৎসক গড়ে তুলছে। এই কলেজ নারীদের চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মাধ্যমে ভবিষ্যতে গবেষণা ও প্রযুক্তির সমন্বয়ে চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি উদযাপিত হয়। তবে এ বছর পবিত্র শবে বরাতের জন্য ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে হলি সিলেট হোল্ডিংস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা কলেজ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *