শুভ্রর প্রযোজনায় কিংবদন্তিদের স্মরণে সংগীতানুষ্ঠান

ফিচার বিনোদন
শেয়ার করুন

প্রয়াত কিংবদন্তিদের গান নিয়ে ৭ পর্বের বিশেষ সংগীতানুষ্ঠান নির্মাণ করলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। ‘নক্ষত্রের গান’ শিরোনামের এ অনুষ্ঠানগুলো প্রচার হবে রোজার ঈদে দীপ্ত টিভিতে।

‘নক্ষত্রের গান’ অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশের বিখ্যাত ৭ জন শিল্পীর গান। শিল্পীরা হলেন শাহনাজ রহমত উল্লাহ, লাকী আখান্দ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, আলাউদ্দীন আলী ও খালিদ হাসান মিলু।

বিশেষ এ সংগীতানুষ্ঠান নিয়ে ওয়াহিদুল ইসলাম শুভ্র বলেন, বরাবরের মতোই আমি চেষ্টা করেছি ভিন্ন আঙ্গিকের একটি অনুষ্ঠান নির্মাণ করতে। এতে গান নির্বাচনের পাশাপাশি শোয়ের সেট, সাউন্ড, লাইট, ড্রেসআপ থেকে শুরু করে সবকিছুই করেছি মানসম্মত। আমাদের কিংবদন্তী প্রয়াত শিল্পীদের ট্রিবিউট করে গানগুলো গাইবেন বর্তমান প্রজন্মের শিল্পীরা। এদের মধ্যে রয়েছেন- রাজিব, মুহিন, অপু, বৃষ্টি, সোহেল মেহেদী, হৈমন্তী রক্ষিত, রন্টি, আরিফ, নদী, রাশেদ, প্রিয়াংকা, ঝিলিক, সাব্বির ও প্রমি। আমার বিশ্বাস দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।

আয়োজনটি সম্প্রচারিত হবে দীপ্ত টিভেতে ঈদের সাত দিন বিকালে। প্রতি পর্বে একজন করে উপস্থাপকের সঞ্চালনায় বর্তমান সময়ের দুই জন জনপ্রিয় শিল্পী গাইবেন। উপস্থাপকদের মধ্যে আছেন- তাসনুভা মোহনা, আলিফ চৌধুরী, ইভান সাইর, সারা, সুমি, রাফসান সাবার ও ইসমত জেরিন চৈতি।

এছাড়াও রোজার ঈদে দীপ্ত টিভিতে শুভ্রর প্রযোজনায় রয়েছে ৭ পর্বের নৃত্যানুষ্ঠান ও একটি ম্যাগাজিন অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *