‘বোঝাপড়া’ গানের মিউজিক ভিডিও দিয়ে বিরতির পর ফিরে আসলো দেশের প্রথম নারী গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি ও তার ব্যান্ড ‘নির্বাসন’। গত পাঁচ বছর ধরে ব্যান্ডটির কার্যক্রম বন্ধ ছিল। তবে দীর্ঘদিন পর আবারও নতুন চমক নিয়ে ফিরলো ব্যান্ডটি। রক ঘরানার ব্যান্ড ‘নির্বাসন’ এবার তাদের নতুন গান প্রকাশ করলো করলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইউটিউবে।
নির্বাসন ব্যান্ডের ‘বোঝাপড়া’ শিরোনামে গানটি লিরিক ও সুর করেছেন মইন জাকি এবং কণ্ঠ দিয়েছেন শারমিন আহমেদ মিন্নি। গানটির মিউজিক ভিডিও প্রযোজনা ও পরিবেশন করেছেন চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান কন্টেক্সট জি ফিল্মস। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন প্রিন্স এ আর ও জেবা জান্নাত। এই উপলক্ষ্যে গত ৪ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় কন্টেক্সট জি ফিল্মস (CONTEXT G FILMS – CGF) এর ফেইসবুক ও ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।
নতুন করে শ্রোতাদের মনে ভালোবাসা সৃষ্টির লক্ষ্যে শারমিন আহমেদ মিন্নি পুনরায় ব্রত হলেন ব্যান্ড নির্বাসনের পথ চলায়। শারমিন আহমেদ মিন্নি এই ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে আছেন। তিনি বলেন, আমরা শিল্পীরা সব সময় চাই সকলের মধ্যে থাকতে। আমাদের দেশে ব্যান্ড গানের অনুরাগী আছেন অনেক যা গণনা করা যাবে না এবং তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। রক মিউজিক প্রেমিরা চায় ব্যান্ড গুলো বেঁচে থাকুক, নতুন নতুন গান নিয়ে আসুক। আমি তাই চেষ্টা করি দর্শক শ্রোতাদের যতোটা সম্ভব বিনোদন দেওয়া যায়।
মিন্নি আর বলেন, এটা সত্যি আমার কাছে আশীর্বাদ স্বরূপ। আমার বিশ্বাস এই গানটি ছোট-বড় সকলের খুব পছন্দ হবে। তার ওপর গানের কম্পোজিশন এবং মিউজিক ভিডিও তারিফ করার মতোই হয়েছে।
এই ধারাবাহিকতা বজায় থাকবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আরও নতুন নতুন গান শ্রোতাদের উপহার দেয়ার পরিকল্পনা করছে ব্যান্ড ‘নির্বাসন’ ও তার দল।
প্রসঙ্গত, মিন্নির হাত ধরেই ২০১৭ সালে ‘নির্বাসন’ ব্যান্ডের যাত্রা শুরু হয়েছিলো। ‘নির্বাসন’ ব্যান্ড লাইন আপ- শার্মিন আহমেদ মিন্নি (ভোকাল), সুমন (লীড গিটার), কোয়েল (রিফ গিটার), কাকন (বেজ গিটার), রাফছান (কি বোর্ড), নিজু (ড্রামস)।
উল্লেখ্য, এর আগে প্রথমবারের মতো পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে তৈরি গান ‘বলছি তাদের কথা’ গেয়ে প্রশংসা কুড়িয়েছেন শারমিন আহমেদ মিন্নি। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি।
শারমিন আহমেদ মিন্নি একজন কণ্ঠশিল্পী, গীতিকার ও গিটার বাদক। তিনি ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে তার পথচলা। ১৯৮৩ সালে জাতীয় শিশু একাডেমি থেকে আন্তর্জাতিক সম্মেলনে ১২টি দেশের মধ্যে বাংলাদেশকে তিনি তুলে ধরেছিলেন অনন্য মর্যাদায়। দেশে বিদেশে তিনি নিয়মিতই গান করছেন।