যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আইসিসি তাদের ওয়েবসাইটে প্রদত্ব বিবৃতিতে বলেছে, পরোয়ানায় প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধের পদ্ধতি হিসেবে অনাহারের যুদ্ধাপরাধের পাশাপাশি হত্যা, নিপীড়ন ও অন্যান্য অমানবিক কার্যক্রমসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পরোয়ানাগুলোতে “কমপক্ষে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত সংঘটিত কাজগুলো অন্তর্ভুক্ত রয়েছে, ২০২৪ সালের ২০ মে প্রসিকিউশন গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন দায়ের করেছিল।”

ইসরায়েল আইসিসির সদস্য নয়। তবে নেতানিয়াহু ও গ্যালান্টের বিচারের বা গ্রেপ্তারের হুমকি তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।নেতানিয়াহু আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল “ঘৃণার সাথে এই অযৌক্তিক ও মিথ্যা কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে।”

গত মে মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান যখন মূল অভিযোগগুলো আদালতে আনেন তখন নেতানিয়াহু এক বিবৃতিতে এগুলোকে ‘ঐতিহাসিক মাত্রার নৈতিক অবমাননা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “এটি আন্তর্জাতিক আদালতে চিরস্থায়ীভাবে লজ্জার ছাপ ফেলবে।” ভিওএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *