অবশেষে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে সম্মত হয়েছে ইসরাইলি মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা প্রাথমিকভাবে বৃহস্পতিবার নির্ধারিত গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ভোট বিলম্ব করায় বেশ সংশয় সৃষ্টি হয়েছিল। আজ মন্ত্রিসভায় চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে নেতানিয়াহিুর কার্যালয়।
এর আগের দিন যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন কাতারের মধ্যস্থতাকারীরা। তখন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, ইসরাইলি মন্ত্রিসভার অনুমোদন পেলেই রোববার থেকে চুক্তিটি কার্যকর হবে।
আজ শুক্রবার চুক্তিতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে তাঁর দপ্তর বলেছিল, গাজায় ১৫ মাসের যুদ্ধের ইতি টানতে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার বিষয়টি শেষ মুহূর্তের জটিলতায় আটকে গেছে।
প্রথম দফায় ৪২ দিন মেয়াদি এ চুক্তির অধীন গাজায় যুদ্ধ বন্ধের পাশাপাশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা জিম্মিরা মুক্তি পেয়ে ইসরায়েলে ফিরবেন। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবেন ফিলিস্তিনি বন্দীরা। এ ছাড়া এ চুক্তির ফলে গত ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসন ও নজিরবিহীন তাণ্ডবে বাস্তুচ্যুত হওয়া লাখ লাখ ফিলিস্তিনি তাঁদের গুঁড়িয়ে যাওয়া বাড়িঘরে পাবেন ফেরার সুযোগ।
এদিকে চুক্তিটি চূড়ান্ত করার তোড়জোড় চলার মধ্যেই গতকাল বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত গাজায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। বিবিসি ও আল-জাজিরা