যুক্তরাজ্যে পাচারকৃত সম্পদ ফিরিয়ে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ

প্রবাসী বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশের পাচার হওয়া অর্থ উদ্ধার করতে জোরদার তৎপরতা চলছে। এটি একটি দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়া। তাই এ কাজে গতি আনতে প্রচেষ্টা আরো জোরদার করেছে বাংলাদেশ সরকার।

লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত নিতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে দাবি করে প্রেস সচিব জানান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে লন্ডন রয়েছেন। তারা ইতোমধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি (এনসিএ)-এর সঙ্গে বৈঠক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *