মেজর সিনহা হত্যা: হাইকোর্টে ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া, অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। এছাড়া আসামিদের ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। মামলায় বিচারিক আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি নিয়ে এ রায় দেওয়া হয়।

এর আগে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর গত ২৯ মে শুনানি শেষে হাইকোর্ট আজ (২ জুন) রায়ের জন্য দিন ধার্য করা হয়। পরে শুনানি শেষে আজ সকালে রায় দেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন উপস্থিত ছিলেন, তার সহযোগী হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও শামীমা দীপ্তি। আসামিপক্ষে সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান শুনানি করেন।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়।

তৎকালীন বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী গুলি চালিয়েছিলেন মেজর সিনহার ওপর। পরে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হন ওসি প্রদীপ।

এ ঘটনার পাঁচ দিন পর একটি হত্যা মামলা দায়ের করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। এরপর ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযোগপত্রে ঘটনাটিকে ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করা হয়।

এ ঘটনায় করা মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এরপর বাধ্যতামূলক ডেথ রেফারেন্স পর্যালোচনার জন্য মামলাটি হাইকোর্টে পৌঁছে এবং দণ্ডপ্রাপ্তরা তাদের রায়ের বিরুদ্ধে আপিল করেন। আজ নিম্ন আদালতের রায়ই বহাল রাখে হাইকোর্ট। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *