মুসা আল হাফিজের দার্শনিক অন্বেষা ।। সাঈদ চৌধুরী

প্রবন্ধ-কলাম সাম্প্রতিক
শেয়ার করুন

এক

মুসা আল হাফিজ কবি-কলামিস্ট ও ইসলামি চিন্তক। বাংলাদেশের শিক্ষিত সমাজে ইসলাম সম্পর্কে আগ্রহ সৃষ্টির ব্রত নিয়ে যারা প্রাণপাত করছেন, তিনি তাদের অন্যতম। নতুন প্রজন্মের বিপুল সংখ্যক তরুণের মাঝে তার চিন্তার প্রভাব স্পষ্ট। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার-সিম্পোজিয়াম, একক বক্তৃতা, পাঠচক্র ইত্যাদিতে তার ধারাবাহিক উপস্থিতি লক্ষণীয়। ইসলামী সংষ্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়ে দার্শনিক দৃষ্টিতে বিশ্লেষণের জন্য বিদগ্ধ মহলের অনেকেই তাকে বিশেষ গুরুত্ব দেন। আমার পাঠে ও বিবেচনায় মুসা আল হাফিজের প্রভাব ও শক্তির অন্যতম ক্ষেত্র হলো তার দার্শনিক অন্বেষা।

মুসা আল হাফিজের চিন্তা ও বয়ানভঙ্গি মা’কুলী বা দার্শনিক ঘরানার। তাঁর চিন্তা, লেখালেখি ও বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে দর্শনের গভীর প্রভাব বিদ্যমান। তিনি সমাজ, সভ্যতা, ইতিহাস ও রাজনীতি নিয়ে গভীরভাবে ভাবেন এবং যুক্তিনির্ভরভাবে বিশ্লেষণ উপস্থাপন করেন।

দার্শনিক তত্ত্বঅন্বেষা মুসা আল হাফিজের অন্যতম প্রবণতা। কালামী ঐতিহ্যের পাঠাতনে দাঁড়িয়ে তিনি নিজস্ব ধারায় দার্শনিক বিশ্লেষণের অবতারণা করেন। সেটা আমরা নানাভাবে প্রত্যক্ষ করি।

১. চিন্তার গভীরতা ও মৌলিকতা: মননশীল লেখায় প্রচলিত ধ্যানধারণার বাইরে, ইন্দ্রিয় অঙ্গ দ্বারা উপলব্ধিযোগ্য নয় এমন বিষয়েও তার মৌলিক দৃষ্টিভঙ্গি উঠে আসে। তিনি ইতিহাস, ধর্ম, রাজনীতি ও সভ্যতাকে নতুনভাবে বিশ্লেষণ করেন।

২. দর্শন ও সাহিত্যের সমন্বয়: কবিতা ও গদ্যে নিছক রোমান্টিকতার বদলে তার মানবচিন্তা, সভ্যতার সংকট ও দর্শনের উপাদান স্পষ্টভাবে উপলব্ধিযোগ্য বা দৃশ্যমান। তিনি ইবনে রুশদ, গাজ্জালি, ফখরুদ্দীন রাজী ও আল্লামা ইকবালের মতো দার্শনিকদের চিন্তার সাথে বর্তমান বাস্তবতাকে মিলিয়ে ব্যাখ্যা করেন। এমনকি প্লেটো, কান্ট, হেগেল, কিয়ের্কেগার্ড প্রমুখের চিন্তা ও জ্ঞানের জগৎকে নিয়ে আন্দোলিত হন।

৩. সভ্যতা বিশ্লেষণ ও ঐতিহাসিক চেতনা: সভ্যতার উত্থান-পতন, মানুষের মনস্তত্ত্ব এবং সমাজের পরিবর্তন নিয়ে তিনি গভীর বিশ্লেষণ করেন।মুসলিম সভ্যতা, পাশ্চাত্য চিন্তা ও আধুনিক বিশ্বরাজনীতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি গভীর ও নান্দনিক।

৪. সাম্প্রতিক বাস্তবতার সাথে দার্শনিক অন্বেষা: আধুনিক বিশ্বের সংকট, মুসলিম উম্মাহর ভবিষ্যৎ ও সভ্যতার সংঘর্ষ নিয়ে তার অন্বেষণ বেশ গভীরে প্রথিত। জ্ঞানের অন্তর্নিহিত ভিত্তি, বাস্তবতা, নৈতিকতা, চেতনা, ভাষা এবং যুক্তি সম্পর্কে বহু প্রশ্নের জবাব তৈরীর জন্য তার অধ্যয়ন, অন্বেষণ ও অনুসন্ধান স্পষ্টভাবে লক্ষণীয়।

(চলবে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *