মাইলএন্ড পার্ক লেইজার সেন্টার এবং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘বি-ওয়েল সামার হলিডে ক্লাব’

সাম্প্রতিক
শেয়ার করুন

খেলাধুলার মাধ্যমে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের আনন্দ দানের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে ২৮ জুলাই থেকে ২৮ অগাস্ট পর্যন্ত টাওয়ার হ্যামলেটসের মাইলএন্ড পার্ক লেইজার সেন্টার এবং স্টেডিয়ামে বি-ওয়েল সামার হলিডে ক্লাব অনুষ্ঠিত হবে।

সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্লাব চলবে। প্রতি শিশুর জন্যে প্রতিদিন ২৩.৩০ পাউন্ড করে পরিশোধ করতে হবে। আপনার পরিবারের অন্যান্য সময়সূচীর সঙ্গে মিল রেখে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো দিন আপনি বুকিং করতে পারবেন।

এখানে শিশুদের জন্যে সাঁতার, টেনিস, ট্র্যাম্পোলাইনিং, শিল্প এবং কারুশিল্পসহ অন্যান্য কার্যক্রম থাকবে। গ্রীষ্মকালীন ছুটিতে শিশুদের খেলাধুলা ও সামাজিক বিনোদনসহ বিভিন্নভাবে সক্রিয় রাখতে এটি বেশ ভালো একটি সুযোগ।

দক্ষ, প্রশিক্ষিত এবং বন্ধুবৎসল স্টাফরা এখানে সর্বদা শিশুদের নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে পর্যবেক্ষনে থাকবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে বি ওয়েলের ওয়েব সাইট (https://be-well.org.uk/be-well-summer-2025-holiday-club/) ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *