ব্রিকলেন দৃষ্টিনন্দন আলোকবাতি ‘ঈদ মোবারক’

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ব্রিকলেন-বাংলাটাউনে দৃষ্টিনন্দন আলোকবাতি ‘ঈদ মোবারক’ উদ্বোধন করলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। সঙ্গে ছিলেন কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ও কমিউনিটি নেতৃবৃন্দ।

ভিডিও: https://youtu.be/gmwrk8sebIM?si=OTHDCp9oDQhWg9y5

মুসলিম সংস্কৃতি ও শিল্পকলার রাজকীয় আলোয় এক ভিন্ন রূপ লাভ করেছে রাতের ব্রিকলেন বাংলাটাউন। এতে মুগ্ধ আমাদের কমিউনিটি। মাঝরাত অবধি অনেককেই ফোনে ছবি তুলতে দেখা গেছে। তারা বললেন, দেখতে খুব সুন্দর লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *