অনুবাদ মাসুম খলিলী:
এক. কোন আপাত কারণ ছাড়াই তারা আপনাকে ঘৃণা করতে পারে। কারণ ছাড়াই তারা আপনাকে অপছন্দ করতে পারে। এটাই দুঃখজনক সত্য। এটি আপনার হৃদয়ে ধরে রাখবেন না। এগুলি এমন পরীক্ষা যা সর্বশক্তিমান চান যে আমরা এর মধ্য দিয়ে যাই। মনে রাখবেন, লোকেরা আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে না। ভাগ্য নিয়ন্ত্রণ করেন সর্বশক্তিমান।
দুই. আপনার ব্যর্থতায় ডুবে যাবেন না। আপনাকে পরবর্তী পর্যায়ে সামনে পরিচালিত করতে এটিকে ব্যবহার করুন। কোন খারাপ মুহূর্তের কারণে আপনার দিন নষ্ট হতে দেবেন না। কোন খারাপ ব্যক্তিকে আপনার জীবন নষ্ট করতে দেবেন না। এখনো অনেক ভালো মানুষ আমাদের চারপাশে আছে।
তিন. আজকের নানা বিশৃঙ্খলায় ভরা বিশ্বে শান্ত থাকতে শিখুন। আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তা সর্বশক্তিমানের হাতে ছেড়ে দিন। জীবন আপনাকে যে সময় দিয়েছে তাকে যথাসাধ্য কাজে লাগাতে চেষ্টা করুন। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। আমরা সবাই সব কিছুকে আলাদা আলাদাভাবে মোকাবেলা করি। অন্যের সাথে পার্থক্যকে গ্রহণ করে নিন। সম্মানের সাথেই গ্রহণ করুন!
পূনশ্চঃ
এক. আমি কল্পনাও করিনি যে এমন একটি দিন দেখতে পাব যেখানে হাজার হাজার নিরপরাধ মানুষের গণহত্যাকাণ্ড পুরো বিশ্ব দেখবে আর কেউ কেউ এ ঘটনার জন্য অপরাধীকে উত্সাহিত করবে। এটি আমাদের জন্য লজ্জা! আমরা ইতিহাস থেকে কিছু শিখিনি।
দুই. সর্বশক্তিমান। এই হৃদয়বিদারক দিন সত্ত্বেও আমাদের হৃদয় ও বিশ্বাসকে দৃঢ় রাখুন। আমাদের কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হলেও হতাশ না হতে আমাদের সাহায্য করুন। আপনার কাছে আমরা সাহায্যের প্রার্থনা জানাচ্ছি। আমরা জানি ভালো জিনিসের জন্য সময় লাগে এবং আপনি সত্যিই সেরা পরিকল্পনাকারী। আমীন।
তিন. আমাদের সবচেয়ে বড় বিপদ হ’ল আমাদের ধরে নিই যে আমাদের সময় আছে। তাই আমরা আজ যা করতে হবে তা আগামীকালের জন্য রেখে দেই। এরকমভাবে অনেকেই ভেবেছিলেন। কিন্তু মৃত্যু তাদের পরাভূত করে। খেই হারাবেন না। এই দুনিয়াটিকে তার মতো করে দৌড়াতে দিন। আমরা আখেরাতের পিছনে ছুটে যাই, যা চিরন্তন। আমরা সবাই সেখানে যেন সাফল্য পেতে পারি!
চার. আমাদের মধ্যে অনেকে বোকার মতো বিশ্বাস করে যে, আমরা যা করতে পারি তাই হলো শক্তি। না, এটি নয়। শক্তির বিষয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো, যে সম্পর্কে আমরা একবার ভেবেছিলাম যে এটি আমরা অতিক্রম করতে পারব না শেষ পর্যন্ত সেই অবস্থা কাটিয়ে ওঠা। আপনার হৃদয় ও মনকে এটিতেই যেন ফোকাস করতে পারেন সেই চেষ্টা করুন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং সর্বশক্তিমানের সাহায্য প্রার্থনা করুন। আপনি অবশেষে গন্তব্য পাবেন!
পাঁচ. সর্বশক্তিমান আমাদের চলার পথে প্রতিটি পরীক্ষার পিছনে যে আসল পাঠটি রেখেছেন তা যদি আমরা জানি তবে আমরা কম অভিযোগ করব এবং তাঁকে বেশি ধন্যবাদ জানাব।
দ্রষ্টব্যঃ
আর স্মরণ করুন, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে বন্দী করার জন্য, বা হত্যা করার জন্য অথবা নির্বাসিত করার জন্য। আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও (তাদের ষড়যন্ত্রের বিপক্ষে) ষড়যন্ত্র করেন; আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। (সূরা আল আনফাল: ৩০);
অনন্তর যখন ঈসা তাদের অবাধ্যতার কথা উপলব্ধি করলেন, তখন তিনি বললেন, ‘আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী হবে?’ হাওয়ারী (শিষ্য)গণ বলল, ‘আমরাই আল্লাহর পথে সাহায্যকারী হব। আমরা আল্লাহতে বিশ্বাস করেছি। আর আপনি সাক্ষী থাকুন যে, আমরা আত্মসমর্পণকারী (মুসলিম)। হে আমাদের প্রতিপালক! আপনি যা (ইঞ্জীল) অবতীর্ণ করেছেন তাতে আমরা বিশ্বাস করেছি এবং আমরা রসূল (ঈসা)র অনুসারী। সুতরাং আমাদেরকে (সত্যতার) সাক্ষীদাতাদের তালিকাভুক্ত করে নিন।’ অতঃপর তারা ষড়যন্ত্র করল এবং আল্লাহও কৌশল প্রয়োগ করলেন। বস্তুতঃ আল্লাহই সর্বোত্তম কৌশলী। (সূরা আলে ইমরান: ৫২-৫৪);
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট