বেসামরিক বিমান চলাচলে ঢাকা-রিয়াদ অংশীদারিত্ব জোরদারে আলোচনা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বেসামরিক বিমান চলাচল খাতে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদার করার উপায় নিয়ে আজ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় যৌথ উদ্যোগ ও খাত সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

রাজধানীর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদরদপ্তরে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়ার সঙ্গে সৌদি আরবের চার্জ দ্য’অ্যাফেয়ার্স আবদুল আজিজ ফাহাদ এম আল-ইব্রাহিম সৌজন্য সাক্ষাৎকালে এ আলোচনা হয়।

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা এবং উড্ডয়ন সংক্রান্ত নতুন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ নিয়ে আলোচনা করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তারা টেকনিক্যাল সহযোগিতা সম্প্রসারণ ও বিমানবন্দরের সেবার মানোন্নয়ন নিয়েও মতবিনিময় করেন। এই ক্ষেত্রে টেকসই যোগাযোগ ও কৌশলগত অংশীদারত্বকে গুরুত্ব দেওয়া হয়। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *