বিষাক্ত ব্যক্তিদের কাছ থেকে সতর্ক থাকুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. জীবন আমাদের পথে যাই পাঠাক না কেন, চলতে থাকুন। আমরা নড়বড়ে হয়ে যাব। আমরা ভুল করব। আমরা দুর্বল, দু:খিত হবো, হাল ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে বলে অনুভব করব। এই রকম এবং আরও অনেক কিছু অনুভব করাটা ঠিকই আছে। আমরা মানুষ। হাল ছেড়ে দেওয়া কখনই বিকল্প নয়। আমরা যা সহ্য করতে পারি তার বাইরে সর্বশক্তিমান কখনই আমাদের পরীক্ষা করবেন না।

দুই. বিষাক্ত ব্যক্তিদের কাছ থেকে সতর্ক থাকুন। তারা সংযোগ নষ্ট করার বিষয়ে চোখের পলক ফেলবে না; তারপর ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করবে কেন বেড়াতে আসো না?

পূনশ্চঃ

এক. এই দিন ও এই যুগে কে সত্যিকারের বন্ধু আর কে নকল তা বলা কঠিন। এমনকি সবচেয়ে প্রকৃত মানুষও আপনাকে বোকা বানাতে পারে। তাই আপনি জীবনের মধ্য দিয়ে যান এই আশায় যে লোকেরা আন্তরিক এবং প্রকৃত হবে। আর সে ক্ষেত্রে হতাশ হওয়ার জন্য প্রস্তুত থাকুন। এটা জীবনের অংশ। মানুষ আপনাকে কষ্ট দেবে। শুধুমাত্র সর্বইশক্তিমানই আপনাকে সুস্থ করতে পারেন।

দুই. আপনার বিশ্বাস, জীবনের বেশিরভাগ জিনিসের মতো ওঠানামা করবে। এটা স্থির থাকবে এমন আশা করবেন না। উত্থান-পতন, ভালো-মন্দ দিন থাকবেই। এটি আপনাকে যেন সংজ্ঞায়িত না করতে পারে। সর্বশক্তিমানের জন্য আন্তরিকভাবে কাজ করুন এবং আপনার বিশ্বাস তাঁর রহমতে শক্তিশালী হবে।

তিন. সর্বশক্তিমান। কঠিন সময়ে আমাদের উত্তম ধৈর্য দান করুন। আমাদের পরীক্ষাগুলি আরও খারাপ হতে পারে তা স্বীকার করে যেন আমরা কৃতজ্ঞ হতে শিখি। আমরা যেন আপনার পরিকল্পনার উপর আস্থা রাখি এবং আপনার উপর সম্পূর্ণ নির্ভর করি। ভাল ও খারাপ উভয় সময়ে আপনার কাছাকাছি থাকতে আমাদের সাহায্য করুন। আমীন।

দ্রষ্টব্যঃ

তবে যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে সুস্থ মন নিয়ে সে মুক্তি পাবে।’ (সুরা : শুআরা: ৮৯)

যে দয়াময় আল্লাহকে ভয় করে তাঁকে না দেখেই এবং আল্লাহর দিকে বিনীত অন্তর নিয়ে উপস্থিত হয়। (সুরা : কাফ : ৩৩)

প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না; বরং অন্ধ হয় সেই হৃদয়, যা বক্ষদেশে বিরাজ করে। (সুরা : হজ : ৪৬)

এমন কোনো ব্যক্তির কথা মানবে না, যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফিল করে রেখেছি, যে নিজ খেয়াল-খুশির পেছনে পড়ে রয়েছে এবং যার কার্যকলাপ সীমা ছাড়িয়ে গেছে। (সুরা : কাহাফ : ২৮)

এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী স্বেচ্ছাচারী ব্যক্তির অন্তরে মহর মেরে দেন। (সুরা : গাফের : ৩৫)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *