বাণিজ্য যুদ্ধের শঙ্কায় বিশ্বজুড়ে শেয়ার বাজারের পতন

অর্থনীতি আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

চীন,কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক কার্যকরের পর বিশ্বজুড়ে শেয়ার বাজারগুলোতে ব্যাপক দরপতন ঘটেছে।

ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
জবাবে কানাডা ও চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে মেক্সিকো একই ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর জের ধরে যুক্তরাষ্ট্রে শীর্ষ তিন স্টক মার্কেটের সূচকের পতন হয়েছে।

এশিয়া জুড়ে শেয়ার বাজারগুলোতেও একই ধারা দেখা গেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের গৃহস্থালি ব্যয় বেড়ে যাবে এবং যুক্তরাজ্যসহ সারাবিশ্বেই ক্রেতাদের ওপর এর প্রভাব পড়বে। আগামী কয়েকদিনের মধ্যেই স্ট্রবেরি, অ্যাভোকাডো ও কলাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফোর্ডের প্রধান নির্বাহী জিম ফারলে ইন্ডাস্ট্রির ওপর বিলিয়ন বিলিয়ন ডলারের চাপ, চাকরি হারানোসহ বিভিন্ন ধরনের প্রভাব কমিউনিটির ওপর পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। বিবিসি ও গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *