ক্ষুধার্ত সিংহটি দানিয়েলের দৃষ্টির গন্ধ শুঁকছিলো
গুহার দেয়ালে গর্জনের চিহ্ন তখনও জ্বলজ্বলে
গুহাটি এখন অলৌকিক জ্যোতির জংশন!
কেননা গুহায় অদৃশ্যেরর ঘ্রাণ হাতে দানিয়েল
তার মুখ জোছনা ছাড়িয়ে আরও উজ্জ্বল
চোখ দুটি অনন্তের পবিত্র শিখা
ফলে সিংহের তীব্র হিংস্রতা এখন বিগলিত
শ্রদ্ধার গোলাপ
দানিয়েলের পায়ের কাছে সমর্পিত সিংহটি
দৃশ্যটি দুলিয়ে দিলো বখতে নসরের পৃথিবী
মৃত্যুর জিহবা যেনো নসরের দিকে লকলকে
এখনই বুঝি গলিয়ে দেবে রাজমুকুট
সীমাহীন ক্ষমতার আঙ্গুল কী অসহায়, ভাষাহীন
যার পায়ে সিংহ লুটায় তার নিঃশ্বাস
নিভিয়ে দেয়া এতই সহজ!
সহসা আকাশে উড়লো নসরের চোখ, দেখলো-
উড়ন্ত মেঘের দল যেনো ফেরেশতাদের ডানা
গোটা আকাশ যেনো মিকাঈলের মুখ!
নীলাম্বর মৃত্যুরঙে জ্বলছে!
মাঝে মাঝে ডাকাত পড়ে মানব জাতির মহলে
ইতিহাসের ছাতার নীচে এরাই হাঙর, দানব,
দৈত্য ও ঐতিহ্যের চোরাকারবারি
সভ্যতার গালে থাপ্পড় চড়ায়
পৃথিবীর সকল স্বৈরাচার!
