ফিলিস্তিন-ইসরায়েল দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের বৈঠক আয়োজন করেছে স্পেন

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এবং গাজায় যুদ্ধ বন্ধের জন্য চাপ প্রয়োগে শুক্রবার মাদ্রিদে মিলিত হয়েছেন ইউরোপীয়, আরব ও মুসলিম দেশগুলোর প্রতিনিধিরা।

বৈঠকের আগে স্পেনের পররাষ্ট্রবিষয়ক, ইউরোপীয় ইউনিয়ন ও সহযোগিতা মন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বলেন, ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে একটি যৌথ ইউরোপীয়, আরব ও ইসলামিক জোটের উদ্দেশ্যে আজ আমরা মাদ্রিদে একত্রিত হয়েছি। এ বিষয়ে নিজেদের সমন্বয় জোরদার করার জন্য আমরা এগিয়ে যাব।’

আলবারেস বলেন, ‘যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তাদের কথাকে কাজে পরিণত করতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের কার্যকর বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট সময়সূচির মাধ্যমে অগ্রসর হতে হবে। যুদ্ধ এখনই থামাতে হবে। চুক্তি স্থগিত করা এবং লাখ লাখ নিরীহ বেসামরিক মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত করে অজুহাত দেওয়ার কোনো অবকাশ নেই।’

তিনি বলেন, জিম্মিদের তাত্ক্ষণিক মুক্তি এবং গাজায় মানবিক ত্রাণের বাধাহীন প্রবেশের জন্য যুদ্ধবিরতি অর্জন করা জরুরি।
এ সময় ফিলিস্তিন সরকার এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন তিনি।

হোসে মানুয়েল আলবারেস আরও বলেন, ‘আমরা জাতিসংঘের তত্ত্বাবধায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের উদ্যোগ নিতে চাই। পক্ষগুলো যদি শান্তি অর্জনে অনিচ্ছুক বা অসমর্থ হয়, তাহলে জাতিসংঘকে অবশ্যই তার দায়িত্ব পালন করতে হবে এবং বিষয়টিকে এগিয়ে নিতে হবে।’

বৈঠকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ মোস্তফা, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেপ বোরেল এবং সৌদি আরব, স্লোভেনিয়া, নরওয়ে, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। – ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *