পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় হলিউডের চিত্রনাট্যকার

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

আন্তর্জাতিক কুরআন ও আজান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন চিত্রনাট্য লেখক ইয়াসির ওমর শাহিন। ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক নিজের সুরেলা কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সৌদি আরবে শুরু হয় ‘ইতরুল কালাম’ নামের এ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ। প্রতিযোগিতায় ইসলামী বিশ্বের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যও তুলে ধরা হচ্ছে।

প্রতিযোগিতায় অংশ নেয়া শাহিন জানান, তিনি হলিউডে ১৩০টির বেশি অনুষ্ঠান নির্মাণের বিষয়টি তত্ত্বাবধান করেছেন, তৈরি করেছেন ১৪টি তথ্যচিত্র। এছাড়া তিনি আরব ও ইসলামী দেশগুলোর টিভি চ্যানেলের বেশ কয়েকটি শো নির্মাণে অবদান রেখেছেন।

শাহিন বলেন, তিনি তার কাজের পাশাপাশি পবিত্র কুরআন মুখস্থ ও তেলাওয়াত করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি মসজিদে মুসলিম শিশুদের কুরআন পড়ান শাহিন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে ইউনিভার্সিটিতেও পড়ান।

কয়েকটি ধাপ পেরিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে অংশ নেন শাহিন। চূড়ান্ত ধাপের প্রথম পর্বে সারা বিশ্বের ৩২ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ৪ জানুয়ারি। এতে ১৬৫টি দেশ থেকে ৫০ হাজারের বেশি প্রতিযোগী নিবন্ধন করেন। সূত্র: আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *