দু’জনার গল্পে কামাল আহমেদ ও রন্টি দাস

ফিচার বিনোদন সাম্প্রতিক
শেয়ার করুন

ঈদ উল আযহা উপলক্ষে প্রকাশ হয়েছে শিল্পী কামাল আহমেদ ও রন্টি দাস এর মিউজিক ভিডিও ‘দু’জনার গল্প’। ‘মিউজিক অফ বেঙ্গল’ এর ব্যানারে প্রকাশিত এই মিউজিক ভিডিও গানটির কথা লিখেছেন- ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন- এস এম এ আউয়াল।

‘দু’জনার গল্প’ মিউজিক ভিডিওটি স্মৃতির শহরে এ্যালবামের একটি গান। ‘স্মৃতির শহরে’ এ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের ১৫টি (পনের) গান রয়েছে। গানগুলো হলো : ‘আমরা দুজন, স্বর্গের সুর নিয়ে দুটি হৃদয়ে’, গীতিকার: মোঃ মঞ্জুরুল-উল-আলম চৌধুরী, সুরকার: জামিউর রহমান লেমন এবং সহশিল্পীদিনাত জাহান মুন্নী, ‘চলনা যাই ঘুরে আসি পাহাড়ের দেশে’ ‘গীতিকার: হেনা ইসলাম,সুরকার: বিশ্বজিৎ সরকার এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী, ‘এই পৃথিবীতে কেন এসেছি’, গীতিকার: ও সুরকার : মিল্টন খন্দকার এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী, ‘ভালবাসা স্বর্গের এতো কাছে’, গীতিকার: আয়েত হোসেন উজ্জল, সুরকার: আলী আফতাব লনি এবং সহশিল্পী দিনাত জাহান মুন্নী, ‘বিপরীত মেরু থেকে দুটি চুপচাপ দুটি মন’ গীতিকার :হেনা ইসলাম, সুরকার: রুম্মত হায়াত এবং অবন্তি সিঁথি, ‘ঝাউবনে বাতাসের শব্দ’ গীতিকার: হেনা ইসলাম, সুরকার: ফরিদ আহমেদ এবং সহশিল্পীঅবন্তি সিঁথি, ‘এই মন হারানোর আকাশটা ঐ’ গীতিকার:মুনশী ওয়াদুদ, সুরকার: মোঃ গোলাম সারোয়ার এবং সহশিল্পী ফাহমিদা নবী, ‘হয়তো কোন এক স্মৃতির শহরে’ গীতিকার:ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার:নবীন কিশোর এবং সহশিল্পী নিশীতা বড়ুয়া, ‘কোন মহাসাগরের ঢেউ’ গীতিকার: মুনশী ওয়াদুদ, সুরকার এবং সহশিল্পী হুমায়েরা বশির, ‘এই এখনই বলোনা যাই’ গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: এস এম এ আউয়াল এবং সহশিল্পী রন্টি দাশ, ‘হৃদয়ের মূলে রেখেছি যে তুলে’ গীতিকার ও সুরকার : শেখ মিলন এবং সহশিল্পী চম্পা বণিক, ‘বিরহের ব্যথা সয়ে’ গীতিকার: কাজী আবু জাফর সিদ্দিকী, সুরকার: মোঃ গোলাম সারোয়ার এবং সহশিল্পী ইয়াসমিন মুশতারী, ‘রাতের খামে পাঠিয়ে দিলাম’ গীতিকার: প্রসেনজিৎ ওঝা, সুরকার: মোঃ নূরুল হক এবং সহশিল্পী রুখসানা মুমতাজ, ‘আজ কোন কথা নয়’ গীতিকার: আবিদা রহমান, সুরকার: আনিসুর রহমান তনু এবং সহশিল্পী রুখসানা মুমতাজ, ‘তোমার সাথে কথা বললেই’ গীতিকার: বায়জীদ খুরশীদ রিয়াজ, সুরকার: ইবনে খালদুন রাজন এবং সহশিল্পী রুমানা ইসলাম।

সঙ্গীত শিল্পী কামাল আহমেদের বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। সরকারি চাকুরীকে ছাপিয়ে তিনি সঙ্গীতে হয়েছেন ঋদ্ধ। সঙ্গীতের সব শাখাতেই তার বিচরণ রয়েছে।

ছাড়াও শ্রোতারা এই গানটি অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ উল্লেখযোগ্য সকল আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্ম হতে শুনতে পাবেন। অডিও ডিস্ট্রিবিউটার হিসেবে সেবা দিচ্ছে ‘গান বাক্স মিউজিক’। ডিজিটাল পার্টনার হিসেবে সাপোর্ট দিচ্ছে ‘ভার্সডসফট লিঃ’। গানের চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন জামিউর রহমান লেমন, সম্পাদনা করেছেন: ইকরামুল হক ইহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *