জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সোমবার সতর্ক করে বলেছে, গাজায় পানি ছাড়া সব ধরনের মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি না দেয়ার ইসরায়েলের সিদ্ধান্ত ধুঁকতে ধুঁকতে বেঁচে থাকা শিশু ও পরিবারগুলোর জন্য দ্রুত ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এডুয়ার্ড বেগবেদার বলেন, “গতকাল ঘোষিত ত্রাণ নিষেধাজ্ঞা বেসামরিক নাগরিকদের জীবন রক্ষাকারী ত্রাণ অভিযানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।”
“যুদ্ধবিরতি শিশুদের জন্য গুরুত্বপূর্ণ একটি লাইফলাইন। এটি অব্যাহত থাকা জরুরি এবং সহায়তা অবাধে প্রবাহিত হতে দেয়া উচিত যাতে আমরা ত্রাণ বিতরণ অব্যাহত রাখতে পারি।”
শনিবার যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের চেহারা কেমন হবে তা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে মতবিরোধ চলছে। ভিওএ. এপি