তুরস্ক সফরে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আল-জোলানি আল-শারা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করেন।

এর আগে ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, সিরিয়ার পুনর্গঠন এবং দেশটির সীমান্তের কাছে কুর্দি যোদ্ধাদের অস্থিতিশীল সমস্যা নিয়ে তুরস্কের নেতাদের সাথে আলোচনার লক্ষ্যে সিরিয়ার নেতা তুরস্ক যাচ্ছেন। সোমবার তুরস্ক জানিয়েছে, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে শারার মঙ্গলবারের এই সফরে প্রেসিডেন্ট প্রাসাদে তাকে স্বাগত জানানো হবে।

এরদোগানের যোগাযোগ প্রধান ফাহরেত্তিন আলতুন এক্স-এ লিখেছেন, আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এরদোগান ও শারার মধ্যে আলোচনায় সিরিয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার, টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য নেয়া যৌথ পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করা হবে।

৮ ডিসেম্বর সিরিয়ার দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবের পর বিকেলের দিকে তার তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে। সৌদি আরব সফরের পর ভারসাম্যপূর্ণ আঞ্চলিক সম্পর্ক বজায় রাখায় বছরের পর বছর ধরে আঙ্কারার সাথে গড়ে ওঠা কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দেবেন শারা।

অর্থনৈতিক সঙ্কটের কারণে নিজেদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তুরস্ক ১৩ বছরের ভয়াবহ গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনরুদ্ধারে সাহায্য করার প্রস্তাব দিয়েছে। বিনিময়ে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে দামেস্কের সমর্থন পেতে আগ্রহী তুরস্ক। ওই অঞ্চলে মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সাথে আঙ্কারা-সমর্থিত বাহিনীর লড়াই চলছে।

আল-আসাদকে উৎখাত করার পর তুরস্কের সাথে ৯০০ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেয়া সিরিয়া একাধিক আঞ্চলিক ও শাসন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এএফপি/বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *