ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, খিলগাঁও থানার একটি মামলায় আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় হস্তান্তর করা হবে।

আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে তাঁকে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়। আছাদুজ্জামান মিয়াকে রাজধানীর খিলগাঁও থানায় করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপগুলো প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে ২০১৫ সালে খিলগাঁও থানার পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। গত ৩ সেপ্টেম্বর ডিএমপির খিলগাঁও থানায় এই মামলা করেন তিনি। মামলায় ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বর্তমান ও সাবেক ১৩ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *