ট্রাম্পের আলোচনার আহ্বানকে এক ধরনের ‘প্রতারণা’ বললেন খামেনি

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আলোচনার আহ্বান ‘বিশ্ব জনমতকে প্রতারিত করার’ প্রচেষ্টা এবং ইসলামী প্রজাতন্ত্রকে এমন একটি দল হিসেবে চিত্রিত করা, যা কূটনীতিকে আর একটিও সুযোগ দিতে রাজি নয়।

গত সপ্তাহে ট্রাম্প জানান, তিনি পরমাণু বিষয়ক আলোচনার প্রস্তাব দিয়ে ইরানের নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠি পাওয়ার পর খামেনি ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

বুধবার তেহরানে শিক্ষার্থীদের এক সমাবেশে ভাষণ দেয়ার সময় খামেনি বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে বসে আলোচনা করেছি। এই একই ব্যক্তি টেবিল ছুঁড়ে ফেলেছেন এবং চূড়ান্ত ও স্বাক্ষরিত চুক্তি ছিঁড়ে ফেলেছেন।’

খামেনি বলেন, ‘যখন আমরা জানিই যে তিনি আলোচনার মর্যাদা দেবেন না, তখন আলোচনার অর্থ কী? তাই আলোচনার এই আমন্ত্রণের লক্ষ্য হচ্ছে জনমতকে প্রতারিত করা।’

ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, ‘যদি আলোচনার উদ্দেশ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তাহলে এই মার্কিন প্রশাসনের সাথে আলোচনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। বরং তারা নিষেধাজ্ঞাগুলোকে আরো কঠোর করবে ও চাপ বৃদ্ধি করবে।’

তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে- পশ্চিমাদের এমন অভিযোগের জবাবে খামেনি পুনর্ব্যক্ত করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তিনি আরো জানান, যদি ইরান তা চাইত, তাহলে এখনই তা করতে পারত।

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের হুমকির কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি সতর্ক করে বলেন, ইরান একটি চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এই ধরনের সংঘর্ষে যুক্তরাষ্ট্র আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রেস টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *