জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান হলেন এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ সময় সংবাদ
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) দলের প্রচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সুত্র মতে, সম্প্রতি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে এহসানুল মাহবুব জুবায়েরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এ পদে দায়িত্ব পালন করতেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এহসানুল মাহবুব জুবায়ের একজন মননশীল লেখক ও সংগঠক। ছাত্র, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মীসহ দলের সকল স্তরে মায়াময় রাজনীতি চর্চার জন্য তিনি আত্মনিবেদিত। রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তনে তিনি সব সময় সক্রিয়।

ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন কালে সংগঠনের নেতা-কর্মীদের রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমভাবে যোগ্য করে তোলার জন্য তার প্রয়াস পরিচিত মহলে প্রশংসা কুড়িয়েছে।

সিলেটে আপামর জনতার কাছে এহসানুল মাহবুব জুবায়ের অত্যন্ত জনপ্রিয় আইনজীবী ও নন্দিত রাজনীতিক হিসেবে এক ব্যতিক্রমী পরিচয় লাভ করেছেন। দলীয় নেতার পরিচয় ছাপিয়ে গণমানুষের আস্থাভাজন ও আত্মনিবেদিত নেতা হিসেবে হয়ে ওঠেছেন দেশের ও দশের একজন।

নতুন দায়িত্বে জামায়াতের প্রচার বিভাগে তিনি আধুনিকতা ও নান্দনিকতা আনতে সক্ষম হবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *