জাগরণ সাময়িকী গ্রন্থের মোড়ক উন্মোচন

শিল্প-সংস্কৃতি সিলেট
শেয়ার করুন

সাহিত্য সাময়িকী জাগরণ সম্পাদক কবি রাগিব হোসেন চৌধুরী বলেছেন, সত্তর দশকে সিলেটে সবচে বেশি সাহিত্য চর্চা হয়েছে এবং লেখক সৃষ্টি হয়েছে। সেলিম আউয়াল সিলেট সাহিত্যে জাগরণ-এর ভূমিকা বিষয়ে যে গবেষণা কর্মটি করেছেন, আমি সংশ্লিষ্ট বলে নয়- তিনি সত্যিই চমৎকার একটি কাজ করেছেন। প্রাচীন সাহিত্য সাময়িকী আল ইসলাহ’র জন্য এমন কাজ হয়নি।

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গবেষক সেলিম আউয়াল রচিত ‘রাগিব হোসেন চৌধুরীর জাগরণ সাময়িকী’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ২৮৭তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর নন্দলাল শর্মা, সাহিত্য সমালোচক লে.কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, কথা সাহিত্যিক জামান মাহবুব, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, ভারতের দৈনিক যুগশঙ্খ পত্রিকার নিউজ কো-অর্ডিনেটর মকসুদুল চৌধুরী এবং অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক সেলিম আউয়াল।

সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. আব্দুল মজিদ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মো: আমিনুল ইসলাম, সাহিত্য সাময়িকী ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, সাংবাদিক কাউসার চৌধুরী, এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, কবি ছয়ফুল আলম পারুল, ছড়াকার কামরুল আলম, কবি ইসরাক জাহান জেলী, কবি মাহফুজ জোহা, কবি রিপন মিয়া এবং স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার।

কবি কামাল আহমদের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাহিত্য আসরে লেখাপাঠে অংশ নেন ছড়াকার মাজাহারুল ইসলাম মেনন, এডভোকেট আশালতা, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল ও আব্দুল আজাদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *