এবারের ঈদ ইত্যাদিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন এই সময়ের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় বড় পর্দার অভিনেতা সিয়াম আহমেদ এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এই দুই শিল্পী একসঙ্গে কখনও অভিনয় না করলেও ইত্যাদিতে তারা একসঙ্গে গাইলেন একটি চমৎকার রোমান্টিক গান। ইত্যাদি সূত জানায়, পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন এই দুই তারকা অভিনয় শিল্পী।
সিয়াম ও হিমির টিভিতে গাওয়া এটিই প্রথম কোন গান। বলা যায় এই গানটির মাধ্যমেই এই দুই অভিনয়শিল্পীর কন্ঠশিল্পী হিসেবে দর্শকের সামনে আসছে।
গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারিদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে।
উল্লেখ্য প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে বরেণ্য নির্মাতা হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীত শিল্পী হিসাবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকরা এতদিন শুধু তাদের অভিনয় করতেই দেখেছেন এবার ইত্যাদিতে দেখবেন সংগীত শিল্পী হিসাবে। এই গানটিও ব্যাপক জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করা যায়।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।