সম্মানসূচক ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার (৪ জুন ২০২৫) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার কুক। এ সময় ড. ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফর নিয়েও আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস পুরষ্কার প্রসঙ্গে বলেন, ‘এটি বড় সম্মানের।’ চার দিনের সরকারি সফরে ৯ জুন ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরকালে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বৈঠকে প্রধান উপদেষ্টা ও হাইকমিশনারের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচলে সহযোগিতা, অভিবাসন এবং সম্পদ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। তারা দেশের চলমান সংস্কার উদ্যোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।
অধ্যাপক ড. ইউনূস ব্রিটিশ হাইকমিশনারকে জানান, জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ এ সপ্তাহে শুরু হয়েছে এবং তা দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি বাংলাদেশের সমুদ্র গবেষণা সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের গবেষকদের কাছে প্রশিক্ষণসহ কারিগরি সহায়তা গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন ইউএনবি