কবিগুরুর জন্মবার্ষিকীতে কামাল আহমেদের নিবেদন ‘পুনশ্চ ভালোবাসা’

ফিচার বিনোদন সাম্প্রতিক
শেয়ার করুন

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে সাধনা করে চলেছেন শিল্পী কামাল আহমেদ। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ৩২টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তারই ধারাবাহিকতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে শিল্পী কামাল আহমেদ এর ৩২তম অডিও অ্যালবাম ‘পুনশ্চ ভালোবাসা’। প্রেম পর্যায়ের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামের অডিও জুকবক্স। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন ইবনে রাজন।

অ্যালবামটি প্রকাশিত হয়েছে ৮ মে, বৃহস্পতিবার (২৫ শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ) ‘মিউজিক অফ বেঙ্গল’ এর ব্যানারে । অ্যালবামের গানগুলো হলো- ‘আমার একটি কথা বাঁশি জানে’, ‘ভরা থাক স্মৃতিসুধায়’, ‘কেটেছে একেলা বিরহের বেলা’, ‘ফিরে যাও কেন ফিরে ফিরে যাও’, ‘কাছে যবে ছিল পাশে হল না যাওয়া’, ‘যখন এসেছিলে অন্ধকারে’, ‘বিরহ মধুর হল আজি মধুরাতে’, ‘তোমার শেষের গানের রেশ নিয়ে কানে’, ‘প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে’, ‘আমার মনের কোণের বাইরে’।

‘মিউজিক অফ বেঙ্গল’ এর ইউটিউব চ্যানেল ছাড়াও অ্যালবামের অডিও সিডি প্রকাশ হয়েছে। এছাড়াও অ্যালবামটি অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে। অ্যালবামের গানগুলো অডিও প্ল্যাটফর্মগুলো হতে শ্রোতারা শুনতে ও ডাউনলোড করতে পারবেন। গানগুলোর অডিও ডিস্ট্রিবিউশন করছে গানবাক্স মিউজিক। সার্বিকভাবে শিল্পী কামাল আহমেদকে ডিজিটাল সাপোর্ট দিচ্ছে ‘ভার্সডসফট লিঃ’।

সঙ্গীত ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী কামাল আহমেদ ১১টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন। সত্যিই গান হয়ে আছে তার প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *