আল্লামা সুলতান যওক নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

ধর্ম ও দর্শন বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

চট্টগ্রাম দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক এবং দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ অব্যাহত রয়েছে।

আমীরে জাময়াত ডা. শফিকুর রহমানের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক শোকবাণীতে বলেন, আল্লামা সুলতান যওক নদভী উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো আলেম-ওলামার উস্তাদ, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব।

জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রাহিমাহুল্লাহ মহান মাওলার ডাকে সাড়া দিয়ে অনন্ত দিনের যাত্রা শুরু করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মহান রাব্বুল আলামীন তাঁর সমস্ত নেক খেদমতগুলোকে কবুল করুন, ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন। অনন্ত এই সফরে আল্লাহ তা’য়ালা রাহমাহ ও নিরাপত্তা দিয়ে তাঁর বান্দার প্রতি অনুগ্রহ করুন। তার সকল নেক আমল কবুর করে আল্লাহ তাকে জান্নাতে অতি উচ্চ মাকাম দান করুন। আমি তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি। আল্লাহ তা’য়ালা মরহুমের আপনজন, প্রিয়জন ও সহকর্মীবৃন্দকে সবরে জামিল আতা করুন। আমীন।

ইউকে জমিয়তের গভীর শোক প্রকাশ

বাংলাদেশের প্রখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, আল্লামা সুলতান যওক নদভী রহ. এর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোকবার্তায় ইউকে জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ ও সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, আল্লামা সুলতান যওক নদভী রহ. ছিলেন একজন দূরদর্শী আলেম, একনিষ্ঠ গবেষক এবং ভাষা-সাহিত্যের নিপুণ অভিভাবক। তিনি আজীবন আরবি ভাষা ও দ্বীনি শিক্ষার বিকাশে নিজেকে নিবেদিত রেখেছেন। তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য আলেম আজ বিশ্বের নানা প্রান্তে দীনের খেদমতে নিয়োজিত।

তাঁর চিন্তাশীল নেতৃত্ব, গভীর জ্ঞান ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অবদান তাঁকে এক আলাদা উচ্চতায় আসীন করেছে। তিনি বহু আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে বাংলাদেশের আলেম সমাজের সম্মানজনক প্রতিনিধিত্ব করেছেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের দ্বীনি শিক্ষা ও চিন্তার পরিচয় তুলে ধরেছেন।

এই বরেণ্য রাহবারের ইন্তিকালে জাতি এক অভিভাবককে হারালো, যার অনুপস্থিতি সহজে পূরণ হবার নয়। তাঁর ইন্তিকাল এক অপূরণীয় ক্ষতি, যা ইসলামী অঙ্গনে দীর্ঘদিন অনুভূত হবে।

নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মর্যাদার জন্য দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *