আমেরিকান এসোসিয়শন অফ বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টের কনভেনশনে কুমার বিশ্বজিতের মনোমুগ্ধকর পরিবেশনা

আমেরিকা ফিচার বিনোদন সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

সাইফুর রহমান ওসমানী জিতুঃ সমাপ্ত হলো ‘আমেরিকান এসোসিয়শন অফ বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট ( এএবিইএ )’ আয়োজিত তিনদিনব্যাপী দ্বিবার্ষিক কনভেনশন ২০২৪। অনুষ্ঠানে উল্ল্যেখযোগ্য বিষয়ের মধ্যে ছিলো- নৌবিহার, পদক বিতরন, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও এএবিইএ’র ২০২৪ সালের বিশেষ কার্যকরী পরিষদের সভা।

লস এঞ্জেলেস এর সেরিটোজ শহরের অভিজাত একটি হোটেলে আয়োজিত ৩ দিনব্যাপী এ কনভেনশনের সমাপনী দিবসে (৮ সেপ্টেম্বর) সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- ক্লোজআপ কন্ঠশিল্পী রন্টি দাস এবং প্রখ্যাত কন্ঠতারকা কুমার বিশ্বজিৎ।

সাইফুর রহমান ওসমানী জিতু ও কুমার বিশ্বজিৎ

এরই মধ্য দিয়ে দীর্ঘ ৪০ বছর পর কুমার বিশ্বজিৎ লস এঞ্জেলেস শহরে তাঁর ৪০বছরের বর্ষপূর্তি পালন করলেন। এ প্রসঙ্গে তিনি তাঁর একমাত্র সন্তানের সড়ক দূর্ঘটনায় অসুস্থ ছেলের জন্য সকলের কাছে দোয়া চাইলেন। পরিবেশ ও পরিস্থিতির কারনে পূর্ব-নির্ধারিত লস এঞ্জেলেস ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশে বিভিন্ন কনসার্ট বাতিল করতে হয়েছে। তবে দেরীতে হলেও স্মৃতিবিজরীত এই লস এঞ্জেলেস শহরে ‘এএবিইএ’র দ্বিবার্ষিক কনভেনশন ২০২৪ অনুষ্ঠান প্রবাসীদের নিয়ে ৪০ বছরের বর্ষপূর্তি উদযাপন করতে পেরে তিনি আয়োজকদের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দীর্ঘদিন পর দর্শকশ্রোতারা কুমার বিশ্বজিতের কন্ঠে গাওয়া জনপ্রিয় গানগুলো একের পর এক সরাসরি শুনতে অনেকেই আবেগ আপ্লুত হয়ে ওঠেন। বাংলাদেশ ও নিউ ইয়র্ক থেকে আগত পাঁচজন পেশাধারী তরুণ ও মেধাবী বাদ্যযন্ত্রশিল্পী অনুষ্ঠানকে উচ্চশীখরে পৌঁছে দেয়। এদের মধ্য ছিলেন: বেইজ গীটারে তানিম হাসান, লীড গীটারে সাঈদ রহমান, ড্রামার ডি কিউ মিথুন এবং কী-বোর্ডে ছিলেন সৌরভ দাস। অনেক দর্শক তাঁদের কন্ঠমিলিয়ে কুমার বিশ্বজিতের সঙ্গে উচ্চস্বরে গান গাইতে দেখা যায়। গানের সাথে বড় ভিডিও পর্দায় বিভিন্ন গানের সাথে সামঞ্জস্য রেখে ভিডিও গ্রাফিক্স ছিলো সত্যি উপভোগ্য।

ঢাকায় কুমার বিশ্বজিতের ৪০ বছরের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে তিনি অনুষ্ঠান মঞ্চে ঘোষণা দেন। এ উপলক্ষে বিভিন্ন পেশায় ব্যক্তিত্বদের মধ্যে বাংলাদেশের ৭১’র মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের তৎকালীন টাইম পত্রিকার সাংবাদিক ড: উউলিয়াম ডি ফিঙ্কেল এবং ভারতের প্রখ্যাত গায়িকা শুভমিতা ব্যানার্জি’র দুটি শুভেচ্ছা বক্তব্য বড় পর্দায় প্রদর্শিত হয়। কুমার বিশ্বজিৎ তাঁর গানের ফাঁকে হাস্য-কৌতুক মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলেন।

বাদ্যযন্ত্রশিল্পীবৃন্দ ও কুমার বিশ্বজিৎ

চার দশকেরও অধিক কুমার বিশ্বজিতের সঙ্গীত জীবনের এ দীর্ঘ পথ চলা। বরেণ্য এই কন্ঠতারকা লস এঞ্জেলেস শহরে ইতিহাসের কালের সাক্ষী হয়ে, ৪০ বছরের বিরামহীন সংঙ্গীত পরিবেশনার মান, তাঁর বিদ্যুৎ ঝলকানো মঞ্চসফল পরিবেশনা প্রমাণ করে ৭০’র দশক থেকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই বিংশ শতাব্দিতে কুমার বিশ্বজিৎ- আজও চিরসবুজ, অনন্য ও অপ্রতিরোধ্য।

সময়/ফফ/বিনোদন/আমেরিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *