আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

আমার দেশ সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, বউমা ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুনগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।

মরহুমার জানাযা আজ (রোববার) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে। এরপর জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরে তাঁকে দাফন করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান এক শোক বানীতে বলেছেন, আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমান সাহেবের স্নেহময়ী মা আজ সকাল ৫টা ১৫ মিনিটে দুনিয়ার সকল বাঁধন ছিন্ন করে মহান রবের ডাকে সাড়া দিয়েছেন। إنا لله وإنا إليه راجعون। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি সেই মা, যাঁর গর্ভে আল্লাহ তায়ালা ড. মাহমুদুর রহমানের মতো সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন এক সাহসী সেনাপতি উপহার দিয়েছিলেন। মহান আল্লাহর দরবারে দোয়া করি— আল্লাহ তা’য়ালা এই মহীয়সী মায়ের প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউসের আলা দারাজা দান করুন। মরহুমার সন্তান জনাব ড. মাহমুদুর রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের আল্লাহ তা’য়ালা উত্তম ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।আমিন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিএসপিপির আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।

শোক বিবৃতিতে বলা হয়েছে, ছয় দশকের বেশি সময় ধরে মাহমুদা বেগম শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে একটা শিক্ষিত জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।

দুই পেশাজীবী নেতা বলেন, এই মহিয়সী নারীও বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রেহাই পাননি। শুধু সত্যনিষ্ঠ সম্পাদক মাহমুদুর রহমানের রত্নগর্ভা মা হওয়ার কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানসিক নির্যাতন করা হয়। মামলা মাথায় নিয়ে আজ তাকে মৃত্যুবরণ করতে হয়েছে।

শোকবার্তায় পেশাজীবী নেতাদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *