আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : নাহিদ ইসলাম

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি।

ভিডিও: https://youtu.be/thLG1rQUtm4?si=t0p7y_QfrQLJ6GGy

সোমবার (৩১ মার্চ) দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণ-অভ্যূত্থানের শহিদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। এখন সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে, সেটা হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি, বিচার এবং রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সেটি সুরাহা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *