১০২ বছরে পদার্পণ করছে ঢাবি

ক্যাম্পাস বাংলাদেশ সময় চিন্তা সময় সংবাদ
শেয়ার করুন

বাংলা অঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুবিধার্থে বিট্রিশ শাসনামলে ১৯২১ সালের পহেলা জুলাই শিক্ষা কার্যক্রম শুরু করেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই হিসেবে এবছরের আগামী পহেলা জুলাই ১০২তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত দেশের অন্যতম শীর্ষ এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তাই দিবসটি পালনে বিস্তর কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ উপলক্ষ্যে ৩০ মে, সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘গবেষণা ও উদ্ভাবন : ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা’।সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশন এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে। এরপর কেন্দ্রীয় খেলার মাঠে “গবেষণা-প্রকাশনা মেলা” উদ্বোধন করা হবে। ঐদিন সকাল সাড়ে ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে “গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *