হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফিলিস্তিনি পতাকা!

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

ইসরাইল-বিরোধী বিক্ষোভকারীরা আমেরকিার হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এ নিয়ে বিশাল প্রতিবেদন করেছে। হার্ভার্ডের আইকনিক মূর্তির উপরে ফিলিস্তিনি পতাকার ছবি নিউ ইয়র্ক পোস্ট-সহ আন্তর্জাতিক খবরে প্রাধান্য পাচ্ছে।

নেট দুনিয়ায় এটি বেশ ভাইরাল হয়েছে৷ শনিবার রাতের ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের একটি দল জন হার্ভার্ডের আইকনিক মূর্তির উপরে একটি বড় ফিলিস্তিনি পতাকা তুলেছে। বিক্ষোভকারীরা আইভি লীগ ক্যাম্পাসে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই পতাকা টাঙিয়েছে।

সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট নাগাদ হার্ভার্ড ইউনিভার্সিটির পুলিশ কর্মকর্তারা মূর্তির উপরে উড়ে আসা পতাকাটি সরিয়ে ফেলার জন্য স্কুলের ইয়ার্ড অপারেশনকে ডাকেন। স্টাফ সদস্যরা পতাকা নামানোর সময় বিক্ষোভকারীদের ‘লজ্জা’ ‘লজ্জা’ বলে চিৎকার করতে শোনা গেল! তাদের সাথে অন্যান্য স্লোগান ছিল- ‘মুক্ত, মুক্ত, প্যালেস্টাইন’ এবং ‘নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন স্বাধীন হবে’।

এদিকে প্রশাসকরা হার্ভার্ড, কলম্বিয়া, এমরি, এনওয়াইইউ, ইউএসসি, ইউনিভার্সিটি অফ টেক্সাস, ক্যাল-বার্কলে এবং ব্রাউনের মতো প্রতিষ্ঠানের প্রতিবাদী ক্যাম্প এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য পুলিশ বাহিনীকে আহ্বান জানিয়েছেন। হার্ভার্ডের মুখপাত্র জোনাথন এল. সোয়াইন বলেছেন, প্রতিবাদকারীর পদক্ষেপ ‘বিশ্ববিদ্যালয়ের নীতির লঙ্ঘন এবং জড়িত ব্যক্তিদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

হার্ভার্ড আন্ডারগ্রাজুয়েট প্যালেস্টাইন সলিডারিটি বিশ্ববিদ্যালয়ের স্থগিতাদেশের বিরুদ্ধে একটি সমাবেশের পরে বিক্ষোভকারীরা অনকেগুলো তাবু স্থাপন অব্যাহত রেখেছে। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিক্রিয়ার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্যালেস্টাইনপন্থী প্রতিবাদ বা প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়ার ঘটনা এই প্রথম নয়, এর আগে হার্ভার্ডের প্রাক্তন সভাপতি ক্লাউডিন গে জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *