পদত্যাগ করলেন স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হামজা ইউসুফ

ইউরোপ সাম্প্রতিক
শেয়ার করুন

স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসুফ সোমবার (২৯ এপ্রিল ২০২৪) পদত্যাগ করেছেন। এক বক্তব্যে হামজা বলেছেন, নিজের মূল্যবোধ ও নীতি নিয়ে আমি ব্যবসা করতে চাই না। ক্ষমতা ধরে রাখার জন্য যার-তার সঙ্গে চুক্তিও করতে চাই না।

হামজা ইউসুফের দল স্কটিশ ন্যাশনাল পার্টি সরকার গঠন করেছিল স্কটিশ গ্রিনস পার্টির সঙ্গে। তাদের জোটের চুক্তি নিয়ে বিরোধের পর, প্রতিপক্ষের প্রস্তাবিত অনাস্থা ভোটে হারতে পারেন এমন শঙ্কা থেকেই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

যুক্তরাজ্যের বিরোধী লেবার পার্টিকে এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া একটি জাতীয় নির্বাচনে তার প্রাক্তন স্কটিশ হার্টল্যান্ডে আবার জায়গা পাওয়ার দরজা খুলে দিয়েছে। স্কটল্যান্ডে লেবারদের পুনরুত্থান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির সামনে চ্যালেঞ্জ যোগ করেছে, যারা যুক্তরাজ্যব্যাপী জনমত জরিপে লেবার থেকে অনেক পিছিয়ে রয়েছে।

গত বছর স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নির্বাচিত হন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসেফ। এরপর সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হন তিনি। স্কটল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হয়েছিলেন হামজা।

হামজা ইউসুফের জন্ম স্কটল্যান্ডের গ্লাসগোয়। তার পূর্বপুরুষেরা উনিশ শতকের ষাটের দশকে পাকিস্তানের পাঞ্জাব থেকে স্কটল্যান্ডে পাড়ি জমান। অবশ্য তার বাবা মুজাফফর ইউসুফের জন্ম পাকিস্তানে হলেও মা সায়িস্তার জন্ম কেনিয়ায়।

ইউসুফ আধুনিক পশ্চিম ইউরোপের প্রথম মুসলিম সরকার প্রধান, জলবায়ু পরিবর্তন লক্ষ্যমাত্রা নিয়ে বিরোধের পর হঠাৎ করে এসএনপি এবং গ্রিন পার্টির মধ্যে ক্ষমতা ভাগাভাগি চুক্তি শেষ করে। ভোটারদের প্ররোচিত করার জন্য এর পিচ কতটা প্রগতিশীল হওয়া উচিত তা নিয়েও দ্বন্দ্ব দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *