সুন্দর মানুষগুলো পরাজয়, কষ্ট, সংগ্রাম ও বিজয়কে চেনেন : মুফতি মেন্ক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনার দাগকে লালন করুন। এসব এক একটি ধ্রুব অনুস্মারক হিসাবে প্রদর্শন করে যে আপনি সংগ্রাম করেছেন এবং আজকে আপনি যা, তা হতে চেষ্টা করেছেন। জীবনের সংকট সবাই সামলাতে পারে না। সবচেয়ে সুন্দর মানুষদের মধ্যে তারা রয়েছেন যারা পরাজয়, কষ্ট, সংগ্রাম, হারানো ও বিজয়কে চেনেন।

দুই. এমন সময় আসবে যখন সর্বশক্তিমান সাময়িকভাবে আপনাকে পিছনে ধরে রাখবেন যতক্ষণ আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার না হয়। আমরা দেখতে পারি না এমন জিনিস তিনি দেখতে পান! তাই এই দেরি হবার জন্য কৃতজ্ঞ হন। এ জন্য অভিসম্পাত করবেন না। আপনার যাত্রাটি চালিয়ে যাওয়া কখন আপনার পক্ষে সেরা, সেটি সময়ের মালিক যিনি তিনিই ভালো জানেন!

তিন. সর্বশক্তিমান। আমাদের অস্থির হৃদয়কে সহজ করুন এবং আমাদের মনের শান্তি দিন। আত্মা একটি উত্তাল সমুদ্রের মত অনুভব করে। বিচ্ছিন্ন জলে নেভিগেট করা কঠিন; আমরা প্রায়ই হোঁচট খাই এবং ক্রমাগত চিন্তা করি। আমাদের নিজেদেরকে স্থির রাখার এবং সরল পথে ভেসে থাকার শক্তি ও সাহস দিন।

পূনশ্চঃ

এক. কেন আমরা সবসময় হৈ চৈ এ ইন্ধন দেই? অন্য কারো জীবনে যা ঘটছে তা আমাদের কেন জানতে হবে? আপনি আপনার জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারেন তা নিয়ে আপনি বিস্মিত হবেন, যদি আপনি এটিকে আপনার নিজের কাজের কথা মাথায় রেখে অগ্রাধিকার দেন।

দুই. আপনি যখন সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন, এক মুহুর্তের জন্যও ভাববেন না যে তিনি আপনার কথা শুনতে ক্লান্ত হতে পারেন। আপনি যখন তার কাছে চান তখন তিনি এটিকে পছন্দ করেন। তিনি কখনই রাগান্বিত বা বিরক্ত হন না। তিনি জানেন আপনার তাঁকে কতটা প্রয়োজন। তিনি সবসময় শুনতে প্রস্তুত। তাঁর পক্ষে কোন কিছুই অসম্ভব নয়। তাই তার কাছে চাইতে থাকুন।

তিন. যখন আমরা ভাল করি, বেশিরভাগ সময়, আমরা অন্যদের কাছ থেকে কিছু স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার আশা করি। কিন্তু আমরা যদি আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি এবং শুধুমাত্র সর্বশক্তিমানের সন্তুষ্টির জন্য কিছু করি, তাহলে এর প্রতিদান হবে আমাদের ধারণার বাইরে। কাজ যত ছোটই হোক না কেন, তিনি সব জানেন।

চার. এমন জিনিসগুলিকে ছেড়ে দিন যা আপনার সাথে যুক্ত নয়। আপনি আপনার জীবনে একটি ভিন্ন মোড় দেখতে পাবেন। আপনি ভিতর থেকে উজ্জ্বল হবেন, কম চাপে থাকবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য আরও বেশি সময় পাবেন।

পাঁচ. যখন অন্তরগুলি অসুস্থ থাকে, যখন হৃদয় কলুষিত হয়, এমনকি সর্বোত্তম কাজগুলিও কিছু আনে না। অতএব হৃদয় বা অন্তরই একটি প্রধান ভূমিকা পালন করে এবং এর প্রতি অনেক বড় ধরনের মনোযোগের দাবি রাখে। ঘৃণা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি থেকে হৃদয়কে মুক্ত করার জন্য বার বার সর্বশক্তিমানের সাহায্য প্রার্থনা করুন।

দ্রষ্টব্যঃ

হে মুমিনগণ! পুরুষগণ যেন অপর পুরুষেদেরকে উপহাস না করে। তারা (অর্থাৎ যাদেরকে উপহাস করা হচ্ছে) তাদের চেয়ে উত্তম হতে পারে এবং নারীগণও যেন অপর নারীদেরকে উপহাস না করে। তারা (অর্থাৎ যে নারীদেরকে উপহাস করা হচ্ছে) তাদের চেয়ে উত্তম হতে পারে। তোমরা একে অন্যকে দোষারোপ করো না। আর একে অন্যকে মন্দ উপাধিতে ডেক না। ঈমানের পর গোনাহের নাম যুক্ত হওয়া বড় খারাপ কথা। যারা এসব থেকে বিরত না হবে তারাই জালেম। (সূরা হুজুরাত: ১১)

যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। পৃথিবীতে দম্ভভরে (অহংকারের সঙ্গে) পদচারণা করো না। নিশ্চয় তুমি তো ভূ-পৃষ্ঠকে কখনই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না। (সূরা বনি ইসরাঈল:৩৬ ও ৩৭)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *