সমস্যার উৎসে যান, অকৃতজ্ঞতাকে বিদায় করুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত
শেয়ার করুন

অনুবাদ: মাসুম খলিলী

এক. যখন কোন কিছু সঠিক না হয় এবং আপনি নিজেকে সর্বশক্তিমান থেকে দূরে সরে যাচ্ছেন বলে দেখতে পান, তখন পরিস্থিতি নিয়ে ভাবুন এবং এটি বিশ্লেষণ করুন। কী আপনাকে তাঁর কাছ থেকে দূরে নিয়ে গেছে? মনে রাখবেন, যখন আপনার ফসল খারাপ হয়, তখন আপনি পরিবেশ ঠিক করেন, ফসল নয়। সমস্যার উৎসে যান।

দুই. আপনি ভিতরে কষ্ট পেতে পারেন কিন্তু সেখানে সবকিছু বোতলবন্দি করে রাখবেন না। সর্বশক্তিমানের সাথে শেয়ার করুন। অন্যদের সাথে শেয়ার করবেন না। তাঁকে সবকিছু বলুন। তিনিই একমাত্র যিনি শুনবেন এবং সাড়া দেবেন। তিনিই একমাত্র যিনি আপনাকে সেই অভ্যন্তরীণ শান্তি দিতে পারেন এবং দেন যা আপনি চান।

তিন. আপনার জীবনে আপনি কাকে প্রবেশের অনুমতি দিচ্ছেন সে সম্পর্কে সাবধান হন। কেউ কেউ আপনার বন্ধু হওয়ার ভান করবেন কিন্তু তাদের আসল উদ্দেশ্য হলো আপনাকে নিয়ন্ত্রণ করা! সুতরাং আপনার বন্ধু সাবধানে পছন্দ করুন। আপনি যদি এমন লোকদের পছন্দ করেন যারা আপনার অনেক বেশি সময় নিয়ে নেয় তবে এটি এমন একটি চিহ্ন যাতে মনে হয় আপনি এ ব্যাপারে পরিষ্কার সীমারেখা নির্ধারণ করতে পারছেন না। এখনি এটা করতে হবে আপনাকে!

চার. কৃতজ্ঞতাই হলো মূল। আপনার যদি একটি বাড়ি থাকে তবে সর্বশক্তিমানকে এজন্য ধন্যবাদ জানান। আপনার যদি পরিবার থাকে তবে সর্বশক্তিমানকে সে জন্য ধন্যবাদ জানান। যদি আপনার উভয়ই থাকে তবে এটি সত্যিই একটি বিশাল আশীর্বাদ। বাস্তুচ্যুত হয়েছে এমন কয়েক মিলিয়ন লোকের কথা চিন্তা করুন এবং তাদের নিজস্ব বলতে কিছুই নেই। আসুন আমাদের জীবন থেকে অকৃতজ্ঞতাকে বিদায় করি!

পূনশ্চঃ

এক. সর্বশক্তিমান। আমাদের চারপাশের সমস্ত গোলমাল ও বিশৃঙ্খলায় উদ্বিগ্ন ও ভয়াভিভুত হওয়া থেকে আমাদের রক্ষা করুন। জীবনের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে শান্ত থাকতে আমাদের সাহায্য করুন। আমাদের স্বস্তি দান করুন এবং সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে পুনরায় ফোকাস করার ক্ষমতা দিন। আমীন।

দুই. দিনের শেষে, আপনার কাজটি কত লোক পছন্দ করল সেটি বিবেচ্য নয়। কতটা সততা, কতটা হৃদয় ও প্রাণ দিয়ে আপনি এটি
করেছেন তাই মূল্য বিবেচ্য। আর আপনি যদি কারও সাফল্য বা জনপ্রিয়তায় বিরক্ত হন, তখন ধরে নিন আপনার হৃদয়কে যাচাই বাছাই করার সময় এসেছে। এটি পরিশুদ্ধ করতে শুরু করুন। অনুভূতিকে দ্রুত উত্তেজিত হতে দেবেন না।

তিন. আপনার চারপাশের হৈচৈ সত্ত্বেও আপনি কি কখনও নিজের মধ্যে সত্যিকারের শান্তি অনুভব করেছেন? আপনার পথ আপনার জন্য পরিকল্পনা করা হয়েছে তা জেনে আপনি কি সর্বশক্তিমানের ব্যবস্থার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পন করতে সক্ষম? যদি হ্যাঁ হয়, তবে এটি দেখায় যে আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনিই কেবল আপনার জন্য সেরাটি চান। আপনার হৃদয় রয়েছে সঠিক জায়গায়!

চার. সর্বশক্তিমান। এই পরীক্ষার সময়ে আমাদের শিশুদের রক্ষা করুন। তাদের বিশ্বাসের হৃদয় দান করুন, তাদের সুস্থ রাখুন এবং যারা অসুস্থ তাদের সুস্থ করুন। তাদের ভাল, ধার্মিক বন্ধু এবং যারা তাদের আপনার কথা মনে করিয়ে দেবে তাদের সাহচর্য দিয়ে আশীর্বাদ করুন। তাদের সঠিক ও ভুলের একটি শক্তিশালী ধারণা দিন এবং তাদের নিরাপদ রাখুন।

দ্রষ্টব্যঃ

নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়ামপালনকারী পুরুষ ও নারী, নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। (সূরা আল-আহযাব:৩৫)

ইবনে মাসঊদ রা. থেকে বর্ণিত যে, নবী কারীম সা: বলেছেনঃ নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পুণ্য নিয়ে যায় জান্নাতের পানে। নিশ্চয় মানুষ যখন সর্বদা সততা অবলম্বন করে, তখন আল্লাহর কাছে তাকে সত্যবাদি বলে তালিকাভুক্ত করা হয়। আর মিথ্যা অবশ্যই পাপাচারের পথ দেখায়। এবং পাপাচার জাহান্নাম পানে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে তালিকাভুক্ত হয়। (বুখারী ও মুসলিম)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *