ভালো কিছু করার সুযোগ দেখলেই তা করবেন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. যখনই ভালো কিছু করার সুযোগ দেখবেন, তখনই তা করবেন। বিশ্ব আজ যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে, তার মাঝে এটি এমন একটি মহৎ কাজ যা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশে এখনও ভাল কিছু আছে। এগিয়ে যান। এটা করুন।

দুই. ইতিবাচক হওয়া একটি মানসিকতার ব্যাপার। এর অর্থ হলো আপনি আশাবাদী ও গঠনমূলকভাবে প্রতিক্রিয়া জানানোর পথ বেছে নিচ্ছেন। আপনি মনে রাখবেন, ফলাফলটি আরও খারাপ হতে পারে। এর অর্থ এই নয় যে শুধু আপনি অস্বীকার করছেন, জীবন গোলাপ ছড়ানো বিছানা। এর চেয়ে আরো বেশি কিছু। এর অর্থ হলো জীবন যা আপনাকে দিচ্ছে তার জন্য আপনি কৃতজ্ঞ।

পূনশ্চঃ

এক. আপনি যখন ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করেন তখন সতর্ক থাকুন। আপনি যদি দোষী হন, যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা প্রার্থনা করুন। দ্বিধা করবেন না। সর্বশক্তিমান অন্য কারো জীবনে ব্যথা এবং কান্নার উৎস হওয়া থেকে আমাদের রক্ষা করুন। তিনি আমাদের পাপ এবং ত্রুটি ক্ষমা করুন।

দুই. পার্থিব বিষয়ে যারা আপনার চেয়ে দুর্বল অবস্থায় আছেন তাদের দিকে তাকান। যাদের আপনার চেয়ে বেশি আছে তাদের দিকে তাকাবেন না। তবেই আপনি কৃতজ্ঞ হবেন। মনে রাখবেন, আপনি নিজের অবস্থা সম্পর্কে যত বেশি অভিযোগ করবেন, আপনার পক্ষে পরিস্থিতি ততই কঠিন হবে। প্রতিটি নেতিবাচক পরিস্থিতিতে ইতিবাচকতার সন্ধান করতে শিখুন।

তিন. যারা এই রমজানে নিজেকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তাদের সম্পর্কে গসিপ করাকে আপনার কাজে পরিণত করবেন না। বরং তাদের জন্য দোয়া করুন। অনুপ্রাণিত করুন এবং উৎসাহিত করুন, একটি ভাল শব্দ যোগ করুন। কখনই অবনমিত করার চেষ্টা করবেন না। অহংকার করবেন না এবং ভাববেন না যে আপনিই সব ভাল পেয়ে গেছেন। কেউই সম্পূর্ণ হয় না।

চার. আপনার আজ যা করা উচিত তা আগামীকাল পর্যন্ত স্থগিত রাখবেন না। যখন আপনার “একদিন”তো এমন মনোভাব থাকে, তখন আপনি সর্বশক্তিমানের পথে আপনাকে রাখার অনেক সুযোগ হাতছাড়া করবেন। এতে করে আপনি এই মুহূর্তে আপনার সামনে কি আছে তা দেখতে অস্বীকার করছেন। বিলম্বিত করে হারানোর মধ্য দিয়ে নিজেকে শেষ করবেন না।

পাঁচ. সর্বশক্তিমান। আমাদের এই পৃথিবীটিটা যেন ভেঙে পড়ছে এবং আঘাত করছে। এতটা দ্রুত চলছে যে আমরা তাল রাখতে পারছি না। এতে হতবিহ্বল বোধ করা স্বাভাবিক হয়ে পড়ছে। আপনি যে সবকিছুর উপর পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছেন তাতে আমাদের বিশ্বাস দৃঢ রাখতে সহায়তা করুন। প্রতিকূলতার মধ্যেও যারা কোন না কোনভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের সহায়তা করুন। আমাদের সব সময় গাইড করুন এবং সুরক্ষা দান করুন।

ছয়. ধ্বংসাত্মক সমালোচনা থেকে সাবধান থাকুন। লোকেরা যখন আপনাকে ঈর্ষা করে, তাদের সস্তা শটগুলি যেন আপনাকে বিরক্ত না করে। তারা নিন্দনীয় বক্তব্য দেবে, অপমান, অর্ধ সত্য এবং মিথ্যা ছড়িয়ে দেবে। এসব আপনার চেয়ে তাদের সম্পর্কে আরও বেশি কথা বলে। যারা সত্যিকারভাবে আন্তরিক এবং আপনার ত্রুটিগুলি নিয়ে কাজ করেন তাদের প্রতি মনোনিবেশ করুন।

দ্রষ্টব্য:

এগুলো (দান) অভাবগ্রস্থ লোকদের প্রাপ্য; যারা আল্লাহ্‌র পথে এমনভাবে ব্যাপৃত যে, দেশময় ঘুরাফিরা করতে পারে না; আত্মসম্মানবোধ না চাওয়ার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে; আপনি তাদের লক্ষন দেখে চিনতে পারবেন। তারা মানুষের কাছে নাছোড় হয়ে চায় না। আর যে ধন-সম্পদ তোমরা ব্যয় কর, নিশ্চয় আল্লাহ্‌ সে ব্যাপারে সবিশেষ জ্ঞানী। (সূরা বাকারা: ২৭৩)

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সা. বলেছেন, “কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের সাথে তিন দিনের ঊর্ধ্বে সম্পর্ক ছিন্ন করে থাকা বৈধ নয়। যে মুসলিম তিন দিনের ঊর্ধ্বে সম্পর্ক ছেদ করে থাকা অবস্থায় মারা যায় সে জাহান্নামে প্রবেশ করবে”।(মুসনাদে আহমদ; সুনান আবু দাউদ; মিশকাত: ৫০৩৫)

আবু হুরায়রা রা. নবী সা. থেকে বর্ণনা করেছেন, “প্রতি সপ্তাহে বান্দার আমল আল্লাহর সমীপে দু’বার করে পেশ করা হয়। সোমবারে একবার ও বৃহস্পতিবারে একবার। তখন সকল ঈমানদার বান্দাকেই ক্ষমা করা হয়; কেবল সেই লোককে ক্ষমা করা হয় না, যার সাথে তার ভাইয়ের শত্রুতা আছে। তাদের দু’জন সম্পর্কে বলা হয়, ‘এ দু’জনকে বাদ রাখ কিংবা অবকাশ দাও, যে পর্যন্ত না তারা দু’জন ফিরে আসে”। (সহীহ মুসলিম; মিশকাত, হাদীস নং ৫০৩০)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *