শহিদদের রক্ত দিয়ে আমরা জাতির ভবিষ্যত সৃষ্টি করছি : ইসমাইল হানিয়া

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলের বিমান হামলায় তাঁর তিন ছেলে নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, যদি তারা মনে করে এই হামলার পর হামাসের অবস্থান বদলে যাবে, তাহলে সেটি তাদের অলীক কল্পনা। শহিদদের রক্ত এবং আহত হওয়ার যন্ত্রণা দিয়ে আমরা আশা সৃষ্টি করছি, জাতির ভবিষ্যত সৃষ্টি করছি। আমরা আমাদের জনগণ ও আমাদের জাতির জন্য স্বাধীনতা এবং মুক্তি নিশ্চিত করছি।’

কাতারের সম্প্রচার মাধ্যম আল–জাজিরায় হামাস নেতা হানিয়া বলেছেন, ওই হামলায় তাঁর চার নাতি–নাতনিও নিহত হয়েছেন। বুধবার গাজায় ইসরাইলি হামলায় তারা নিহত হন। তারপরও এই ঘটনা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রভাব ফেলবে না বলে তিনি দৃঢ় মনোভাব প্রকাশ করেছেন। হামাসের সঙ্গে আলোচনার প্রক্রিয়া ভেস্তে দিতেই এমন হামলা হয়েছে বলে মনে করেন ইসমাইল হানিয়া।

বুধবার নিজের সন্তান ও নাতিদের ‘শাহাদাতের’ বর্ণনা করে ইসমাইল হানিয়া বলেন, ‘গাজায় আমাদের সব মানুষ এবং সব পরিবার তাদের সন্তানদের রক্ত দিয়ে চড়া মূল্য পরিশোধ করছে। আমিও তাদের একজন। ৬২ বছর বয়স্ক হানিয়ার যে তিন ছেলে বুধবার নিহত হন তারা হলেন আমির, হাজেম ও মোহাম্মদ। আর যে চার নাতি নিহত হন তারা হলেন মোনা, আমল, খালেদ ও রাজন। হানিয়া আল জাজিরাকে বলেন, তার সন্তানরা উত্তর গাজার শাতি ক্যাম্পে স্বজনদের সাথে দেখা করতে গেলে হত্যার শিকার হয়েছেন।

হামাসের প্রধান বলেন, সন্দেহাতীত ব্যাপার হলো, শত্রুরা প্রতিশোধের নেশায় চালিত। তারা হত্যা ও রক্তপিপাসায় মত্ত। তারা কোনো মানদণ্ড বা নিয়ম মানে না। তিনি বলেন, যুদ্ধের শুরু থেকে তার পরিবারের ৬০ জন নিহত হয়েছেন। তিনি ইসরাইলের নির্মমতা তুলে ধরে বলেন, ফিলিস্তিনি নেতাদের পরিবার ও বাড়িঘর টার্গেট করা হলেও তারা ভেঙে পড়বেন না। সূত্র: আল জাজিরা ও আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *