অনুবাদ: মাসুম খলিলী
এক. দশ বছর আগে, এক বাবা তার ছেলের জন্য মদিনার গ্র্যান্ড মসজিদে নামাজের ইমামতি করার জন্য প্রার্থনা করেছিলেন। ঠিক এক দশক পর তার ছেলে মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম নিযুক্ত হয়েছেন! পিতামাতার প্রার্থনাকে অবমূল্যায়ন করবেন না এবং আপনার সন্তানদের জন্য প্রার্থনা করতে থাকুন!
দুই. আমাদের বিশ্বাস যাচাইয়ের জন্য নানা ধরনের পরীক্ষা সামনে আনা হয়। কিন্তু অন্য কারো দিকে না তাকানো এবং তাদের কাছে এটা আমাদের চেয়ে সহজ মনে করা কঠিন হতে পারে। এই ধরনের মানসিকতা থেকে দূরে থাকুন। আমরা আমাদের পরীক্ষাগুলিকে নিজেদের ভাঙ্গতে দিতে পারি, আমাদের তিক্ত করতে দিতে পারি অথবা আমরা এটি আমাদেরকে পরিমার্জিত করতে ও শক্তিশালী করতে দিতে পারি। বিচক্ষণতার সঙ্গে করণীয় বেছে নিন।
তিন. যখন আপনি সর্বশক্তিমানের উপর সন্দেহাতীত বিশ্বাস করার শক্তি পাবেন তখন আপনি শান্তিতে থাকবেন। মনে রাখবেন, তিনি সব দিক দিয়েই নিখুঁত। আপনার যাত্রার জন্য তাঁর নির্দেশাবলীতে বিশ্বাস রাথুন। এরপর এগিয়ে যেতে থাকুন, এমনকি যখন পথ চলা কঠিন হয়ে যায় তখনও। মনে রাখবেন ভালো কিছু সহজে আসে না!
পুনশ্চঃ
এক. আপনি আহত, আঘাতপ্রাপ্ত, ভঙ্গুর বা তিক্ত বোধ করতে পারেন, তবে এটি জানুন যে সর্বশক্তিমান আপনি যা যা করছেন তার সবই জানেন। তার সম্পর্কে সর্বদা ভাল চিন্তা রাখুন। তিনি আপনাকে কখনোই পরিত্যাগ করবেন না। তিনি আপনাকে নিরাময় করার উপায় প্রকাশ করবেন। আপনার হৃদয় তখন খুশি ও সন্তুষ্ট হবে যখন আপনি দেখতে পাবেন যে তিনি আপনার জন্য কি করেছেন।
দুই. সর্বশক্তিমান জানেন যে আপনি যথাসাধ্য চেষ্টা করছেন। তিনি জানেন আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি আপনার প্রার্থনা শোনেন এবং অশ্রু দেখতে পান। সামনে চলতে থাকুন। তিনি আপনাকে আপনার সামর্থের বাইরে পরীক্ষা করবেন না। আপনি যখন আশা একবারে কম করেন, তখন দরজা খোলা হবে, ব্রেকথ্রু সামনে আসবে। অপেক্ষা বৃথা যাবে না আপনার! তাঁর প্রতি আস্থা রাখুন!
তিন. যখন আপনি সর্বশক্তিমানে আস্থা রাখেন, তখন আর কোন চিন্তা নেই। দুশ্চিন্তা ও উপাসনা একসাথে যায় না। আমাদের প্রভু আমাদের জন্য যা পরিকল্পনা করেছেন তা অস্বীকার করার জন্য উদ্বেগ সৃষ্টি শয়তানের একটি শক্তিশালী হাতিয়ার। ইবলিশ আমাদের মাথায় সর্ব প্রকার ধারণার বীজ রোপণ করবে। শয়তানকে আপনার উপর কর্তৃত্ব নিতে দেবেন না। সতর্ক হোন। সজাগ থাকুন।
চার. এমনকি তারা যখন আপনার সাথে খারাপ ব্যবহার করে, তখনও আপনি ভাল মনোভাব বজায় রাখুন। এমনকি যখন জিনিসগুলি আপনার পথে ঠিকভাবে যাচ্ছে না বলে মনে হয় তখনও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন। মনে রাখবেন, সর্বশক্তিমান আপনি যা করছেন তার সবই দেখছেন। তার পরীক্ষাগুলি আপনাকে শক্তিশালী করতে এবং আপনার আরো উন্নয়নের জন্য করা। আপনার সর্বোচ্চ চেষ্টা বিনিয়োগ করুন আর তিনি আপনার মর্যাদা উন্নত করবেন।
পাঁচ. আপনি যা কিছু নিরাময়ে অপেক্ষা করছেন, তাতে নিজের ব্যাপারে ধৈর্য ধারণ করুন। নিরাময়ে সময় লাগে। এক মিনিট আপনি ভাল বোধ করেন, পরের মিনিটে আপনার আবার অবনতি ঘটে। বেশি কম হবে সেটি প্রত্যাশার মধ্যে রাখুন। সর্বশক্তিমানের কাছ থেকে আপনার শক্তি প্রার্থনা করুন। কেবল তিনিই আপনাকে নিরাময় করতে পারবেন। আর প্রক্রিয়ায় বিশ্বাস করুন। আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন!
ছয়. অন্য মানুষের অনুমোদনের জন্য অযথা সময় নষ্ট করবেন না। তাদের খুশি করা খুব কঠিন এবং আপনি যা কিছু করেন তা কখনই যথেষ্ট হবে না। সেখানে সর্বদা একজন উদ্ভট ব্যক্তি ত্রুটি খোজার জন্য অপেক্ষমান পাবেন। পরিবর্তে, সর্বশক্তিমানের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে সময় ব্যয় করুন। আপনি কখনই হতাশ হবেন না!
দ্রষ্টব্যঃ
সম্পদ ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য; স্থায়ী সৎ কাজ তোমার প্রতিপালকের কাছে পুরস্কারপ্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত হিসেবেও শ্রেষ্ঠতর। (সুরা : কাহফ : ৪৬)
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মানুষ যখন মারা যায় তখন তিনটি বস্তু ছাড়া তার সব আমল বন্ধ হয়ে যায়। তা হলো সদকায়ে জারিয়া (কল্যাণ অব্যাহত থাকে এমন দান), এমন জ্ঞান যা দ্বারা অন্য মানুষ উপকৃত হয়, নেককার সন্তান যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম : ১৬৩১)
জারির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে না, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন না।’ (সহিহ বুখারি : ৬০১৩)
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট