রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে হামাসের কঠোর হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ফিলিস্তিনের মিশর সীমান্তবর্তী রাফা শহরে হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর ভাবে হুঁশিয়ার করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বুধবার (১ মে ২০২৪) হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান এই হুঁশিয়ারি দিয়েছেন।

হিজবুল্লাহ-সমর্থিত লেবাননের ‘আল-মানার’ চ্যানেলে তিনি বলেন, শত্রুপক্ষ যদি রাফায় স্থলঅভিযান চালায়, তবে আলোচনা বন্ধ হয়ে যাবে। কারণ প্রতিরোধ আন্দোলন গুলির মধ্যে আলোচনা চালায় না।

হামদান আরও বলেন, হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনো উচ্চপর্যায়ের রয়েছে। প্রতিরোধ আন্দোলন শত্রু মোকাবেলায় সক্ষম রয়েছে। ইসরায়েলি শত্রুরা সক্ষমতা নিয়ে বাজি ধরেছে। তবে প্রতিরোধ আন্দোলন প্রস্তুতি নিচ্ছে।

হামদান নিশ্চিত করেন, তাদের দুই নেতা মোহাম্মদ দেইফ এবং ইয়াহিয়া সিনওয়ারের সাথে যোগাযোগ আছে এবং তারা মাঠের পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। যুদ্ধের ব্যাপারে নিয়মিত সমন্বিত কার্যক্রম চলছে। এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হল এই যে প্রতিরোধ বলয়ের শক্তি ও ক্ষমতা বেড়েছে।

হামদান বলেন, গাজার মাটিতে প্রতিটি সশস্ত্র সেনা ফিলিস্তিনি জনগণের শত্রু। গাজা উপত্যকায় নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নির্মাণের প্রকল্পটি প্রতিরোধ আন্দোলন ভণ্ডুল করে দেবে। তিনি একইসঙ্গে চীনা মধ্যস্ততাকে স্বাগত জানান। সূত্র: জেরুসালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *