ভেঙে যাওয়া হৃদয়কে সুস্থ করুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. সর্বশক্তিমান। বিশ্বাসঘাতকতা, প্রতারণা, প্রত্যাখ্যান, প্রিয়জন হারানো ইত্যাদি বিভিন্ন কারণে ভেঙে যাওয়া আমাদের হৃদয়কে সুস্থ করুন। আমরা আমাদের হৃদয়কে তার সমস্ত বোঝা ও পরিচর্যা-সহ আপনার কাছে নিয়ে এসেছি। আমরা আপনাকে ছাড়া এর উপশম করতে পারবো না। যাত্রা চালিয়ে যাওয়ার জন্য আমাদের আপনার পক্ষ থেকে স্বস্তি ও শক্তি প্রয়োজন। আমীন।

পুনশ্চঃ

এক. আপনি কষ্ট পাবেন, বেদনা আপনাকে ঘিরে ধরবে। আপনার হৃদয় ভেঙ্গে যাবে। আপনি পড়ে যাবেন। এটা জীবনের অংশ। কিন্তু যতক্ষণ না আপনি নিজেকে ধরে রাখবেন এবং আবার ফিরে আসবেন, আপনি ততক্ষণ ঠিক থাকবেন। সময় নষ্ট করবেন না। আপনার ভুলগুলি নিয়ে বেশিক্ষণ বসে থাকবেন না। এসব থেকে শিখুন এবং জীবন চালিয়ে যান।

দ্রষ্টব্যঃ

অতঃপর আল্লাহ নিজের পক্ষ থেকে তাঁর রাসূল ও মুমিনদের প্রতি প্রশান্তি নাযিল করলেন এবং এমন এক বাহিনী অবতীর্ণ করলেন, যা তোমরা দেখতে পাওনি। আর যারা কুফর অবলম্বন করেছিল, আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। আর এটাই কাফিরদের কর্মফল (সূরা তাওবা:২৬)

তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করেছেন, যাতে তাদের ঈমানে অধিকতর বিশ্বাস যুক্ত হয়। আকাশমণ্ডলী ও পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়।’ (সূরা ফাতহ:৪)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *