ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা শুরু, চলবে ২৫ জুন পর্যন্ত

অর্থনীতি আন্তর্জাতিক বাংলাদেশ সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

রাজধানী ঢাকায় শুরু হলো প্রথম ‘ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা ২০২৩’। ‘বিনিয়োগকারী, প্রযোজক, ব্যবসায়ী এবং ভোক্তাদের মধ্যে ব্যবধান কমিয়ে ভুটানে তৈরি এবং ভুটানে বেড়ে উঠা’ এই থিমে বাণিজ্য ও বিনিয়োগ মেলা বাংলাদেশ ও ভুটানের ব্যবসা, উদ্যোক্তা এবং পরিষেবা প্রদানকারীদের নেটওয়ার্ক তৈরি করতে সুযোগ অন্বেষণের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম প্রদান করবে। পাশাপাশি আশা করা হচ্ছে দুই দেশের বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে।

গুলশানের শুটিং ক্লাবে ২৩ জুন, শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপিস্থিত থেকে এই উদ্যোগের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল, ব্যবসায়ীক চেয়ারপারসন, শীর্ষ ব্যবসায়ীক সংস্থার নির্বাহী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য ও ট্রানজিট চুক্তির সুবিধা কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে অগ্রণী পালনের জন্য।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভুটান ২০২০ সালে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি-পিটিএ এবং চলতি বছরের ২২ মার্চ ‘ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তি উভয় দেশের মধ্য বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে সহায়তা করবে। ব্যবসায়ীরা পিটিএ এবং ট্রানজিট চুক্তির সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ব্যবসায়ীদের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের বিকাশ ঘটাতে পারে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ আর্থ-সামাজিক খাতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫ তম বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।

আমরা এখন ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক যাত্রা শুরু করেছি উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড; বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য আঞ্চলিক একীকরণের ওপর জোর দিতে হবে। এজন্য নিকটতম প্রতিবেশিসমূহের মধ্যে আঞ্চলিক একীকরণ, আঞ্চলিক সংযোগ এবং আন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি পারস্পারিক আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে হবে।

টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক আঞ্চল প্রতিষ্ঠা করেছেন। যার মধ্যে অনেকগুলো চালু হয়েছে। ইতোমধ্যে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াকে অর্থনৈতিক অঞ্চল প্রদান করা হয়েছে। ভুটান সীমান্তের খুব কাছে কুড়িগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সুযোগ দেয়া হয়েছে। এসময় ব্যবসাবান্ধব এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য ভুটান সরকারি-বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ এই অঞ্চলে কানেক্টিভিটি হাব হিসেবে বিবেচিত। সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে দুটি বন্দরসহ রেল যোগাযোগ এবং ট্রানজিট সুবিধা ভুটানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে।

বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ভুটানের রাজকীয় সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, ভুটান কান্ট্রি অফিস অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সহায়তায় আয়োজিত হচ্ছে এ মেলা। সকলের জন্য উন্মুক্ত এই মেলা চলবে ২৩ জুন থেকে আগামী ২৫ জুন পর্যন্ত।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, ভুটান এবং বাংলাদেশ গত ৬ই ডিসেম্বর ২০২০ তারিখে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করেছে। তবে, মহামারী দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের কারণে, দুই দেশ চুক্তির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। এই লক্ষ্যে, আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য এই ঐতিহাসিক চুক্তির বিধানগুলিকে আরও সহজতর করার প্রাথমিক উদ্দেশ্য নিয়ে ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা ২০২৩-এর আয়োজন করা হয়েছে।

ভুটানের রাজকীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এবং খাদ্য ও কৃষি সংস্থার ভুটান কান্ট্রি অফিসের বিশেষজ্ঞরাও এই মেলায় অংশ নিয়েছেন।

বাণিজ্য ও বিনিয়োগ মেলার পাশাপাশি, ভুটানের বিশেষজ্ঞরা ভুটানে বিনিয়োগের সুযোগ এবং বিশেষ করে কৃষি-খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনারও আয়োজন করেছেন। সেমিনারগুলি ২৩ – ২৫ জুন ২০২৩ পর্যন্ত মেলার স্থানে অনুষ্ঠিত হবে।

মেলায় অংশগ্রহণ করেছে ভুটানের প্রায় ২৫টি কোম্পানি। মেলা ঘুরে দেখা যায়, ভুটানে তৈরি এবং ভুটানে উৎপাদিত প্রিমিয়াম মানের পণ্যের প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- আর্গানিক মধু, চা, মাশরুম, হারবাল পণ্য, প্রসাধনি, হ্যান্ডি ক্রাফটস, পোশাক, আচার, জেলি, হার্ডবোর্ড, উপহার সামগ্রী, পর্যটন, ট্যুরস-ট্রাভেলস সেবা ইত্যাদি। বাংলাদেশের ভোক্তারা আগ্রহ নিয়ে পণ্যের গুণগত মান সম্পর্কে জানছেন, অনেকেই কিনছেন, খাবার সামগ্রি খেয়ে দেখছেন, অর্ডার করছেন এবং কেউ কেউ ব্যবসায়িক আলাপও করছেন।

মেলার বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.bhutantradeshow.com এই ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *