তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান হুমকির সুরে বলেছেন, ফিনল্যান্ড-সুইডেন যদি জঙ্গিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় এবং জঙ্গিদের নির্মূলে ইতিপূর্বে তুরস্ককে যেসব কথা দিয়েছে, সেগুলো না রাখে তাহলে তাদের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি অনুমোদন দেবে না তুরস্ক সরকার।
১৮ জুলাই, সোমবার আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল দপ্তরে একটি সংবাদ সম্মেলনে তার্কিস প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, আমরা বিশেষ করে দেখছি সুইডেন তাদের দেওয়া কথা রাখছে না। যদি তারা কথা না রাখে তাহলে তুরস্ক অনুমোদন দেবে না। ফলে পুরো বিষয়টি তাদের ওপরই নির্ভর করছে।
এরদোগান হুমকির সুরে আরও বলেন, তুরস্কের অবস্থান পুরোপুরি পরিষ্কার। বাকি বিষয়টি এখন তাদের ওপর নির্ভর করছে।এদিকে ন্যাটোর সদস্যপদ পেতে জুন মাসের শেষের দিকে ন্যাটোর সম্মেলনে তুরস্কের সঙ্গে একটি চুক্তি করে ফিনল্যান্ড-সুইডেন।
সেই চুক্তি অনুযায়ী ফিনল্যান্ড-সুইডেনে বসবাস করা এবং আশ্রয় নেওয়া যেসব জঙ্গিদের তুরস্ক ফেরত চায় তাদের ফিরিয়ে দেওয়া হবে। তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং ওয়াইপিজেসহ কুর্দিস জঙ্গি সংগঠনগুলোকে সহায়তা দেওয়া বন্ধ করতে হবে।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার আবেদন করে ফিনল্যান্ড এবং সুইডেন।
সূত্র: ডেইলি সাবাহ
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার