দেশবাসী নেতানিয়াহুর নেতৃত্বের উপর আস্থা হারিয়েছে : ইয়ার ল্যাপিড

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড।  তার মতে, ৭ অক্টোবর হামাসের হামলা মোকাবেলায় ইসরায়েলি নিরাপত্তা ব্যর্থতার পর দেশবাসী নেতানিয়াহুর নেতৃত্বের উপর আস্থা হারিয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) ইসরাইলের মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টির এক বৈঠকে ল্যাপিড এমন মন্তব্য করেন।

বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘অবিলম্বে’ পদত্যাগ করার আহ্বান জানিয়ে ইয়ার ল্যাপিড বলেন, যার শাসনামলে ইসরায়েলি ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ঘটে, তাকে এভাবে চলতে দেয়া যায় না। যারা ব্যর্থ, তারা দেশ চালাতে পারে না। তাই সময় এসেছে এ সরকারকে সরিয়ে নতুনভাবে পুনর্গঠিত হওয়ার।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই নেতানিয়াহুকে সরিয়ে নতুনভাবে সরকার গঠনের দাবি জানিয়ে আসছেন বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। গত মাসে অ্যাক্স পোস্টে তিনি বলেছিলেন, আমাদের এখন নতুনভাবে একটি জাতীয় সরকার পুনর্গঠন করতে হবে। যেখানে নেতৃত্ব দেবে লিকুদ পার্টি। তারা নেতানিয়াহু ও চরমপন্থীদের স্থলাভিষিক্ত হবে এবং পার্লামেন্টের ৯০-এর অধিক সদস্য সেখানে জোটের অংশীদার হবেন।

বুধবার একটি ইসরায়েলি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাপিড পার্লামেন্টে অনাস্থা ভোটের আহ্বান জানিয়ে বলেন, আমাদের পরিবর্তন দরকার। নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার অবিলম্বে চলে যাওয়া উচিত।

সাক্ষাৎকারে ল্যাপিড নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন নিরাপত্তা ব্যবস্থাকে ৭ অক্টোবরের হামলা ঠেকাতে না পারায় “অমার্জনীয় ব্যর্থতার” জন্য অভিযুক্ত করেছেন।

এদিকে অবসরপ্রাপ্ত জেনারেল বেনি গ্যান্টজ কখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন সে দিকে সকলের নজর রয়েছে।

সামনের সপ্তাহগুলি নেতানিয়াহুর জন্য একটি সম্ভাব্য চ্যালেঞ্জে পরিণত হতে চলেছে, কারণ অনেক ইসরায়েলি তাকে গত মাসের বিপর্যয়মূলক নিরাপত্তা ভুলের জন্য দায়ী করেছে। এখন গ্যান্টজের ভোটের সংখ্যা আকাশচুম্বী হয়েছে, যখন নেতানিয়াহু সর্বকালের সর্বনিম্নে নিমজ্জিত। সূত্র : আল জাজিরা  ও পলিটিকো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *