ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল

ক্যাম্পাস সময় চিন্তা
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

১৫ অক্টোবর, রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ঢাবির বর্তমান উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে তিনি ৪ নভেম্বর ২০২৩ সালে দায়িত্ব গ্রহণ করবেন।

ইতিপূর্বে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ২০২০ সালের জুন থেকে ১৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক)-এর দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। এর আগে তিনি ভূতত্ত্ব বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে মাকসুদ কামাল বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) বৈজ্ঞানিক কর্মকর্তার পদে প্রায় ছয় বছর কর্মরত ছিলেন। তিনি ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রভাষক পদে যোগ দিয়ে ২০১০ সালে অধ্যাপক হন। তিনি ভূমিকম্প ও সুনামি এবং নগর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।

২০১২ সালে তিনি আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিযুক্ত হন এবং ২০১৭ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ছিলেন দুই মেয়াদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ড. মাকসুদ কামাল চার মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (২০১৭-২০২০) এবং তিন মেয়াদে সাধারণ সম্পাদক (২০১৪-২০১৬) ছিলেন। এছাড়াও তিনি তিন মেয়াদে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং মহাসচিব হিসেবে ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি এপ্রিল ২০২২ থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক ছিলেন।

ড. এ এস এম মাকসুদ কামাল ১৯৬৬ সালের ২১ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *