বাংলাদেশে গত কিছুদিনে কয়েক দফায় ভূমিকম্প হওয়ার পর জরুরি ভিত্তিতে জরিপ চালিয়ে ঢাকায় ৩০০টি ভবনকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত তারা প্রায় ৩০০টি ছোট-বড় ভবনকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
সোমবার ঢাকায় অনুষ্ঠিত ভূমিকম্প-পরবর্তী কার্যক্রম বিষয়ক বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের এক সভায় এই তথ্য জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
ঝুঁকিপূর্ণ এসব ভবনের মধ্যে ভূমিকম্পের ফলে ফাটল ধরা এবং হেলে পড়া ভবনও রয়েছে। ভবনগুলোর বিষয়ে আরও বিস্তারিত মূল্যায়ন করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

