ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বীমা সুবিধা

ক্যাম্পাস সময় চিন্তা
শেয়ার করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের ব্যাপারে যথেষ্ট সচেতন। এখানে যেমন শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য রয়েছে বীমা সুবিধা, তেমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য রয়েছে স্বাস্থ্য বীমা, জীবন বীমা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, আর্ন লিভ, কল্যাণ তহবিলসহ বিভিন্ন ধরনের সুযোগ- সুবিধা যা বিশ্ববিদ্যালয় নিয়মিত এবং যথাসময়ে প্রদান করে আসছে।

চাকুরী জীবন শেষে এই সুবিধাদির আওতায় প্রাপ্ত অর্থ বাকী জীবনে চলার সহায়ক হিসেবে কাজ করে। কোন ধরনের অসুস্থতা কিংবা মৃত্যু আমাদের কাম্য নয়। তারপরও বাস্তবতার নিরিখে বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় অসুস্থতা জনিত কিংবা কারো মৃত্যুতে পরিবারের পাশে সামান্যতম সহযোগীতার হাত বাড়িয়ে দিতে এই ধরনের সুযোগ সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এরই ধারাবাহিকতায়, গত ২১ জুলাই, বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অফিস সহকারী প্রয়াত শামীম রেজা চৌধুরীর জীবন বীমা দাবির চেকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুযোগ সুবিধার চেক ড্যাফোডিল স্মার্ট সিটি আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের গ্রুপ বীমা এবং বিশ্ববিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, আর্ন লিভ, কল্যাণ তহবিলসহ বিভিন্ন সুবিধার আওতায় তার পরিবারকে সর্বমোট ৮ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেনসহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রয়াত শামীম রেজা চৌধুরী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগে ২০০৭ সাল থেকে কর্মরত ছিলেন এবং এবছরের ১৫ মে তারিখে দূরারোগ্য ক্যন্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। চিকিৎসা চলাকালীন সময়েও বিশ্ববিদ্যালয় নানাভাবে তাকে আর্থিক সহযোগীতা প্রদান করে।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *