জয়ের পথে এরদোগান!

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

প্রেসিডেন্ট এরদোগানই ফেভারিট। এমন মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। রয়টার্সের খবরে বলা হয়, আজকের ভোটের মধ্য দিয়ে তুরস্কের শাসনভার আরেক মেয়াদের জন্য এরদোগানের হাতে যেতে পারে।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশে থাকা তুর্কি নাগরিকদের ভোট নেয়া এরই মধ্যে শেষ হয়েছে।

১৪ মে তুরস্কে প্রথম দফার ভোট হয়। এরদোগান ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট পেয়েছিলেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। এরদোগান তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৫ শতাংশ ভোট বেশি পেয়েছিলেন।

ভোটের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট পাননি। তাই নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। দ্বিতীয় দফার ভোটে মুখোমুখি হয়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও বিরোধী নেতা কেমাল কিলিচদারোগ্লু।

প্রথম দফার ভোটে তৃতীয় হন জাতীয়তাবাদী রাজনীতিক সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫ দশমিক ১৭ শতাংশ ভোট। দ্বিতীয় দফার ভোটে তিনি এরদোগানকে সমর্থন দিয়েছেন।

দেশটির কোন্ডার জরিপে দ্বিতীয় দফার ভোটে এরদোয়ানের পক্ষে ৫২ দশমিক ৭ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। কেমালের পক্ষে রয়েছে ৪৭ দশমিক ৩ শতাংশ সমর্থন।

‘নতুন যুগ’এর প্রতিশ্রুতি দিয়েছেন ২০ বছর ধরে ক্ষমতায় থাকা বতর্মান প্রেসিডেন্ট। তিনি বলছেন, আমরা মানুষের ব্যাপক ভালোবাসায় নতুন শক্তি ও অনুপ্রেরণা লাভ করছি। গত নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার ও নিরাপত্তার প্রভূত উন্নতি হবে। সেই প্রতিশ্রুতি পূর্ণরূপে রক্ষা করেছি। ২০০২ সালে একে পার্টি ক্ষমতায় এসে কেবল এই চার দিকের উন্নয়নেই ক্ষ্যান্ত থাকেনি। পাশাপাশি পরিবহন, কৃষি ও কূটনীতির ক্ষেত্রেও দেশকে অগ্রসর করেছে। উন্নত হয়েছে দেশের তথ্য প্রযুক্তি ও অবকাঠামোর।

‘গ্যালাপ ইন্টারন্যাশনাল’ কর্তৃক বৈশ্বিক রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা সূচকে এরদোগান শীর্ষদের মধ্যে রয়েছেন। তিনি হলেন বিশ্বের পঞ্চম জনপ্রিয় নেতা। আর মুসলি বিশ্বে সবার শীর্ষে এখন এরদোগান। নির্বাচনের প্রেক্ষাপটে মুসলিম দুনিয়ার সর্বত্র এরদোগানকে সমর্থন ও সফলতার জন্য মোনাজাত এক নজির বিহীন মাত্রা লাভ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *