ইস্তিস্কার নামাজে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতার, জামায়াতের নিন্দা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সারাদেশে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি থেকে রক্ষার জন্য মহান আল্লাহ তা’য়ালার রহমত ও বৃষ্টি কামনায় ২৪ এপ্রিল রাজধানীর আফতাব নগরে জামায়াতে ইসলামী আয়োজিত সালাতুল ইস্তিস্কাহ আদায়কালে পুলিশী বাধা, হয়রানী ও গ্রেফতারের তীব্র নিন্দা-প্রতিবাদ এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির আহবান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

এক বিবৃতি সেলিম উদ্দিন বলেন, দেশে সকল ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার থাকলেও গণবিরোধী সরকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করতে পারলেও মুসলমানদের ইফতার মাহফিল করতে বাধা দেওয়া হয়েছে। এমনকি ইস্তিস্কাহ নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়নি। এতে প্রমাণিত হয় যে, বর্তমান সরকার ইসলাম বিরোধী ও অধিপত্যবাদী শক্তির পদলেহনকারী সরকার।

তিনি বলেন, সরকারের ইসলাম বিরোধীতার ধারাবাহিকতায় রাজধানীর আফতাব নগরে ইস্তিস্কার নামাজ আদায় করতে দেওয়া হয়নি। এমনকি আগত মুসল্লীদের নির্দয়ভাবে লাঠিপেটাও করা হয়েছে। ১২ জন মুসল্লীকে গ্রেফতার করে বাড্ডা থানায় নিয়ে ১দিন আটকে রেখে সাজানো মামলা দিয়ে কারাগারে পাঠানোর মত নিন্দনীয় ঘটনাও ঘটেছে। উপর্যুপরি মাইক সহ নামাজ আদায়ের সরঞ্জামও জব্দ করা হয়েছে। যা সরকারের ফ্যাসীবাদী ও বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ এবং ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন।

মহানগরী আমীর পুলিশের এই ন্যাক্কারজনক তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সরকারি বাধা সত্ত্বেও সারাদেশে ইসতেস্কার নামায আদায়

বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহনগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, উত্তরা অঞ্চলের সহকারি পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণ থানা আমীর মাহবুবুর রহমান, উত্তরা মডেল থানা আমীর হারুন অর রশিদ তারেক, খিলক্ষেত পশ্চিম থানা আমীর সরদার আব্দুল কাদের, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান প্রমুখ।

মহাখালীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান অঞ্চলের উদ্যোগে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মাহনগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও গুলশান জোন পরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, বনানী থানা আমীর মিজানুর রহমান খান, গুলশান পূর্ব থানা আমীর আবু জুনায়েদ, গুলশান পশ্চিম থানা আমীর মাহমুদুর রহমান আজাদ প্রমুখ। সালাতে স্থানীয় শিক্ষক, আলেম উলামাসহ বিপুল সংখ্যক মুসুল্লি মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে নগরীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে সালাতুল ইসতিস্কা আদায় করা হয়। নগরের আজিম উদ্দিন কলেজ মাঠে আজ ২৫ এপ্রিল সকাল ১০টায় গাজীপুর মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ খায়রুল হাসানের নেতৃত্বে এবং মাওলানা ইমরান হাবিবির ইমামতিতে এই নামাজের নামাজ অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সালাহউদ্দিন আইউবী, মহানগর মজলিস এ শুরা সদস্য ও মেট্রো মধ্য থানা আমীর মাওলানা সাদেকুজ্জামান খান, মেট্রো উত্তর থানা আমীর, মেট্রো দক্ষিণ থানা নায়েবে আমীর মাসুম বিল্লাহ, সেক্রেটারী জালাল উদ্দিন, মেট্রো মধ্য থানা সেক্রেটারি মাওলানা আবু তাহের সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাশিমপুর হাই স্কুল মাঠে ইস্তেসকার নামাজ আদায় করা হয়। উপস্থিত ছিলেন কাশিমপুর পূর্ব আমির মাওলানা ফরহাদ হোসাইন, কাশিমপুর পশ্চিম আমির মোঃ আক্তার হোসেন, কোনাবাড়ী থানা আমির ডাক্তার মোঃ কবির হোসাইন, কাশিমপুর পূর্ব সেক্রেটারি মোঃ নুরুজ্জামান ফকির কাশিমপুর পশ্চিম সেক্রেটারি মোঃ আব্দুল আহাদ, কোনাবাড়ী সেক্রেটারি মোঃ তাজবুল ইসলাম।

নগরের যোগীতলায় মহানগর সহকারী সেক্রেটারি জনাব হোসেন আলীর নেতৃত্বে সালাতুল ইসতিস্কা আদায় করা হয়। আরও উপস্থিত ছিলেন বাসন পূর্ব থানা আমীর জনাব রফিকুল ইসলাম ও বাসন পশ্চিম থানা আমীর জনাম আকরাম হোসাইন। এছাড়াও বাসন পূর্ব ও পশ্চিম থানার সেক্রেটারি, জননেতা রৌশন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *