আর কে জানেন হাসি দিয়ে লুকিয়ে রাখা যায় দুঃখ ও কান্না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. সর্বশক্তিমান ছাড়া কে জানেন দুঃখ ও কান্না একটি হাসি দিয়ে লুকিয়ে রাখা যায়। পৃথিবীতে আমাদের যা দেখানো হয়েছে তা কেবল একটি ঝলক। আপনার দুঃখের বিষয় তাঁর কাছেই নিবেদন করুন। আর আপনি পরীক্ষা, হতাশা, সংশয়, উদ্বেগ এবং ভয়ের মুখোমুখি হতে পারেন; তবে জেনে রাখুন যে আপনি যদি কেবল তারই দিকে মনোনিবেশ করেন তবে তিনিই সব কিছুর দেখাশুনা করবেন।

দুই. হতাশা প্রায়শই আপনার অতিরিক্ত প্রত্যাশার কারণেই আসে; অন্য মানুষের আচরণের কারণে নয়। মানুষ আপনাকে হতাশ করবে এই সত্যটি স্বাভাবিক হিসাবে গ্রহণ করুন। বার বার এটি হতে পারে। তারা আপনাকে শেষ পর্যন্ত তাদের আসল রঙগুলি প্রদর্শন করবে। যিনি আপনাকে তৈরি করেছেন কেবল তার কাছ থেকে প্রত্যাশা করতে শিখুন। তিনি সর্বদা দেন।

তিন. আপনি যখন নিচে পড়ে যাবেন তখন আপনাকে বলা ফিসফিসানিগুলোকে বিশ্বাস করবেন না। নিজেকে উচ্চকিত করে রাখবেন। শয়তান বিষণ্ণ ব্যক্তিকে পছন্দ করে। তাকে আপনার মনের সাথে গণ্ডগোল পাকাতে দেবেন না।

পূনশ্চঃ

এক. যখন আপনাকে অপমানিত করার জন্য লোকদের আপনার সম্পর্কে মিথ্যা বলতে হয়, তখন সর্বশক্তিমানকে ধন্যবাদ দিন যে তিনি আপনাকে উন্নীত করেছেন এবং আপনাকে মহান সাফল্য দিয়েছেন। লোকেরা হিংসা, ঘৃণা, অজ্ঞতা অথবা কেবল মতামত এবং নিজ পছন্দকে অর্জনের জন্য এটি করে। হাসি মুখে থাকুন এবং পথ চলা অব্যাহত রাখুন।

দুই. আপনার অতীত আপনার বর্তমানের একটি আয়না। এটি থেকে শিখুন এবং আবার একই ভুলগুলি না করার দিকে নজর রাখুন। প্রতিদিন জেগে উঠার সাথে একটি নতুন অধ্যায় আপনার জন্য অপেক্ষা করে। গতকালের চেয়ে আজকে আরো ভালো মানুষ হওয়ার লক্ষ্য রাখুন। কল্যাণের ছোট ছোট কাজকেও উপেক্ষা করবেন না। এগুলো একটি পার্থক্য তৈরি করবে!

তিন. অতিরিক্ত ইবাদত যদি আপনার জীবনে প্রভাব ফেলে, তবে এটি আপনার জীবনকে সম্মৃদ্ধ ও পুনরুদ্ধার করার সময়। সর্বশক্তিমানের নৈকট্য লাভের সময় এসেছে আপনার। বরকতময় মাস শেষ হওয়ার পরে আপনি যা করছেন তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিন। তার জন্য অতিরিক্ত প্রচেষ্টা এবং সময় রাখুন।

চার. আপনি যখন কোন কিছুতে ব্যর্থ হন, ধরে নিন এটি সর্বশক্তিমানের কাছ থেকে একটি পরীক্ষা। এটি আপনাকে থামিয়ে দেবে এমনটি হওয়া উচিত নয়। আপনি সফল না হলে, আবার চেষ্টা করুন. সবচেয়ে বড় ভুল হল হাল ছেড়ে দেওয়া। তিনি দেখতে পাচ্ছেন যে আপনি কতটা কঠোর চেষ্টা করছেন, আপনি কতটা গভীরভাবে এটি চান। প্রতিটি বাধার জন্য, একটি সমাধান আছে! এটাকে সেখানে রেখে দিন।

পাঁচ. আপনি যত ভাল কাজ করেন না কেন অথবা অন্যরা আপনাকে যতটা মূল্য দিক না কেন সব সময় একজন ব্যক্তি এমন থাকবেন যিনি আপনাকে পছন্দ করেন না। সেটাই হয়। এটাই জীবন। মনে রাখবেন, আপনি প্রত্যেকের চা পানের কাপ নন এবং এটিই সঠিক। যত তাড়াতাড়ি আপনি এ বাস্তবতা গ্রহণ করেন, আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া তত সহজ হবে।

ছয়. যখন আমরা বিষণ্ণ হই,তখন আমাদের স্রষ্টার সাথে সম্পর্কটি কেমন সেটি দেখতে হবে। এটা কি ভালো? এ সম্পর্ক কি অক্ষত? সংযোগটি যদি ছিন্ন হয়ে যায় তবে অন্তর কিভাবে স্বাচ্ছন্দ্য পাবে?

দ্রষ্টব্যঃ

হে বিশ্বাসীগণ! একদল পুরুষ যেন অপর একদল পুরুষকে উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা হয়, তারা উপহাসকারী দল অপেক্ষা উত্তম হতে পারে এবং একদল নারী যেন অপর একদল নারীকেও উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা হয়, তারা উপহাসকারিণী দল অপেক্ষা উত্তম হতে পারে। আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না; কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা (এ ধরনের আচরণ হতে) নিবৃত্ত না হয় তারাই সীমালংঘনকারী। (সুরা হুজরাত:১১)

নিশ্চয় আল্লাহর নিকটেই আছে কিয়ামত (সংঘটিত হওয়ার) জ্ঞান, তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন জরায়ুতে যা আছে। কেউ জানে না আগামী কাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু ঘটবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। (সুরা লুকমান:৩৪)

রাসুল (সা.) ইরশাদ বলেন, তোমরা কারো প্রতি (খারাপ) ধারণা থেকে বিরত থাকো। কেননা কারো প্রতি (খারাপ) ধারণা করা, সবচেয়ে বড় মিথ্যা। তোমরা অন্যের দোষ অন্বেষণ করো না, গোয়েন্দাগিরী করো না, পরস্পর হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়ো না। বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থেকো।’ (বুখারি:৬০৬৪)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *